adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিসিবির চেয়ারম্যান রমিজ রাজার প্রশ্ন, নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে

স্পোর্টস ডেস্ক : আচমকা পাক সফর বাতিল করায় নিউজিল্যান্ডের উপর চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পুরো ইস্যুটা নিয়ে আইসিসির কাছে দরবার করার হুমকি দিচ্ছেন পিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান রামিজ রাজা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। রাওয়ালপিন্ডির ওই ম্যাচের কয়েক ঘণ্টা আগেই হঠাৎই সফর বাতিল করে দেয় কিউই টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ড টিমের উপর জঙ্গিহানা হতে পারে, গোয়েন্দা সূত্রে এমন খবর ছিল ওই দেশের সরকারের কাছে। যার পর আর কোনও ঝুঁকি নিতে চায়নি তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেন। তাতেও জটিলতা কাটেনি।

রামিজ টুইটারে লিখেছেন, একটা বাজে দিন। প্লেয়ার, সমর্থকদের জন্য খারাপ লাগছে। নিরাপত্তাহীনতার যুক্তি দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে একটা সিরিজ বাতিল করে দিল ওরা। বিশেষ করে, নিরাপত্তাহীনতার কারণটা কী, তা কিন্তু ওরা বলেনি। কোন দুনিয়ায় বাস করে নিউজিল্যান্ড? ওরা কিন্তু আইসিসিতে আমাদের জবাব শুনবে।

নিউজিল্যান্ডের সফর বাতিল করা পাকিস্তানের কাছে বিরাট ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিন পর ক্রিকেট আবার সুস্থতার পথ খুঁজে নেওয়ার চেষ্টা করছিল পাক ভূমিতে। রামিজও নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন পাক ক্রিকেট সিস্টেমকে। সেই পরিস্থিতিতে কিউইদের পাক সফর বাতিল খানিকটা হলেও অন্ধকারে ঠেলে দিল রামিজদের। তার আশঙ্কা থেকেই পিসিবি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তিনি নন, পাকিস্তান ক্রিকেট ভক্তরাও কিন্তু কোনও ভাবেই সফর বাতিল মেনে নিতে পারছেন না। – টিভি৯ বাংলা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া