adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের জাতীয় সঙ্গীতে অধিনায়ক শব্দ নিয়ে বিতর্ক

INDIAআন্তর্জাতিক ডেস্ক : ভারতের জাতীয় সঙ্গীত থেকে ‘অধিনায়ক’ শব্দটি বাদ দিয়ে সেখানে ‘মঙ্গল’ শব্দটির প্রয়োগ করা উচিত রাজস্থানের গভর্নর কল্যাণ সিং এই মন্তব্য করে রীতিমতো বিতর্কে জড়িয়ে পরেছেন। কল্যাণ সিংয়ের প্রশ্ন ছিল, জন-গণ-মন-অধিনায়ক জয় হে, এই লাইনে অধিনায়ক কে?
এরপরই তার মন্তব্য ছিল ‘অধিনায়ক’ শব্দে ব্রিটিশের প্রশংসা করা হয়েছে। তাই লাইনটি বদলে করা হোক, জন-গণ-মঙ্গল গাহে।
কল্যাণ সিং বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা রয়েছে। কিন্তু জাতীয় সঙ্গীতের শব্দটি বদলে দেওয়া উচিত।
রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতে অধিনায়ক শব্দটি নিয়ে মন্তব্য করেন কল্যাণ সিং। কল্যাণ সিংয়ের এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নেতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিরোধী কংগ্রেস পার্টি বলেছে যে জাতীয় সঙ্গীতে পরিবর্তন কোন সহজ বিষয় নয়। যদিও ‘অধিনায়ক’ নিয়ে এই বিতর্ক নতুন কিছু নয়।

১৯১১ সালে গানটি লেখার পরেই বিতর্ক শুরু হয়। এই সময়ে ভারত সফরে এসেছিলেন রাজা পঞ্চম জর্জ। তিনি থাকাকালে ব্রিটিশ সরকারের প্রশংসা করে গানটি রচিত করা হয়েছে বলে বিতর্ক শুরু হয়। তবে ১৯৩৭-এ পুলিনবিহারী সেনকে লেখা এক চিঠিতে অবশ্য এই অভিযোগ খণ্ডন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ বলেছিলেন, এটা চিন্তা করা খুবই বোকামি যে গানটি ইংরেজ সরকারকে চিন্তা করে রচিত করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া