adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বার শপথ বুধবার

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার (৫ মে) শপথ নেবেন রাজ্যটির বিজয় দল তৃণমূল কগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনই তার নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ হবে। রাজ্যপাল জগদীপ ধনকর শপথ বাক্য পাঠ করাবেন। সমর্থকদের ভিড় কমিয়ে কোভিড বিধি মেনে শপথ অনুষ্ঠান করাই এখন মূল চ্যালেঞ্জ।

সালটা দু-হাজার এগারোর, ১৯ মে। রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ পাঠ করান।

এরপর ২০১৬ সালের তৎকালীন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ পড়ান মমতাকে। এবার তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শপথ পড়াবেন বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকর।

কোভিড সতর্কতা মেনেই বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ রাজভবনের থ্রোন হলে মমতাকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল। ওই অনুষ্ঠানে মাত্র ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সৌরভ গাঙ্গুলিও। যদিও গুরুতর অসুস্থ থাকায় বুদ্ধদেব ভট্টাচার্য যাচ্ছেন না শপথে। সৌরভের উপস্থিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো তার নিজের দফতর নবান্নের ১৪ তলায় নিজের কক্ষে প্রবেশ করবেন দুপুরে। এর আগে নবান্নে কলকাতা পুলিশের পক্ষ থেকে দেয়া হবে গার্ড অব অর্নার।

প্রায় দুই মাস ধরে প্রচারণার পর, ভোটে শেষ হাসি এলো তৃণমূল কংগ্রেসের। ২১৩ আসনের বিপুল জয় নিয়ে অতীতের সব রেকর্ড ছাপিয়ে, তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই কোভিডের মতো ভয়াবহ সংক্রমণকে সামলাতে হবে তাকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া