adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কথাসাহিত্যিক শওকত আলীর মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট : কথাসাহিত্যিক শওকত আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৮ সালের আজকের এই দিনে ৮১ বছর বয়সে মারা যান।

শওকত আলীর জন্ম ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের রায়গঞ্জে। দেশভাগের পর দিনাজপুরে বসবাস শুরু করেন। তার প্রথম লেখা গল্প প্রকাশিত হয় কলকাতার ‘নতুন সাহিত্য’ পত্রিকায়। এরপর দৈনিক মিল্লাত, মাসিক সমকাল, ইত্তেফাকে তার অনেক গল্প, কবিতা ও শিশুতোষ রচনা প্রকাশ হয়।

১৯৬৪ সালে তার প্রথম উপন্যাস পিঙ্গল আকাশ প্রকাশ হয়। এরপর প্রকাশ হয়েছে ওয়ারিশ, প্রদোষে প্রাকৃতজন, উত্তরের খেপসহ কয়েকটি কালোত্তীর্ণ গ্রন্থ। উত্তরের খেপ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার প্রকাশিত উপন্যাসের তালিকায় রয়েছে- যাত্রা, দক্ষিণায়নের দিন, অপেক্ষা, গন্তব্যে অতঃপর, অবশেষে প্রপাত, জননী ও জাতিকা, জোড় বিজোড়।

১৯৭৭ সালে তিনি বাংলাদেশ লেখক শিবির থেকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, ১৯৮৩ সালে অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে ফিলিপস সাহিত্য পুরস্কার এবং ১৯৮৯ সালে আলাওল সাহিত্য পুরস্কার পান।

এছাড়া বাংলা কথাসাহিত্যের এই অমর লেখক পেয়েছেন বাংলা একাডেমি ও একুশে পদক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া