adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাউথ্যাম্পটনকে হারিয়ে ৫২ বছর পর এফএ কাপের ফাইনালে লেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : ১৯৬৯ সালে একবার এফএ কাপের ফাইনালে উঠেছিলো লেস্টার সিটি। এরপর আর ফাইনালের দেখা মেলেনি। এই দীর্ঘ পথ পরিক্রমায় তাদের অপেক্ষার প্রহর গুণতে হয়েছে। অবশেষে পূর্ণ হলো ফাইনালে খেলার স্বপ্ন। কেলাচি ইহেনাচোর গোলে সাউথ্যাম্পটনকে হারিয়েছে লেস্টার সিটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার দ্বিতীয় সেমিফাইনালে ১-০ গোলে জিতেছে লেস্টার। আগের দিন ম্যানচেস্টার সিটিকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে গত আসরের রানার্সআপ চেলসি।

প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা লেস্টার দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জয়সূচক গোলটি পায়। ডি-বক্সে ইহেনাচোর প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফেরে, এরপর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনাল খেলে প্রতিবার শূন্য হাতে ফিরতে হয়েছিল লেস্টারকে। এবার ফুরোবে তাদের শিরোপার অপেক্ষা? জবাব মিলবে আগামী ১৫ মের ফাইনালে। – গোল ডটকম/ বিডিনিউজ/ দ্য সান

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া