adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫২ বছর পূর্তি – ডিজিটাল যুগেও বিটিভি অ্যানালগ

btvবিনোদন ডেস্ক : আজ ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের ৫২ বছর পূর্তি হলো । ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন ঢাকা শহরের ডিআইটি ভবনের নিচতলায় এনইসি (নিপ্পন ইলেকট্রিক কোম্পানি) জাপানের সহায়তায় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভর যাত্রা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটির ক্ষুদ্র পরিসর থেকে রামপুরার বৃহত্তর পরিম-লে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়।

এটাই ছিল বাংলা ভাষায় পৃথিবীর প্রথম টিভি চ্যানেল। সময়ের পরিক্রমায় দর্শকের চাহিদার আমুল পরিবর্তন হয়েছে। একসময় এই চ্যানেলের অনুষ্ঠানই দেশবাসীর বিনোদনের একমাত্র মাধ্যম ছিল। কিন্তু সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি চ্যানেলটি।

এদিকে দেশের প্রথম টিবি চ্যানেল হলেও বিটিভি এখনো অ্যানালগ পদ্ধতিতে রয়ে গেছে। জানা গেছে, সরকার একে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যেতে সব রকম সহযোগিতা দিচ্ছে। আশা করা যায় ২০১৮ সালের মধ্যে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও চট্টগ্রাম টেলিভিশনকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন করে তোলা হবে।

আধুনিকতা থেকে নিজেকে আড়াল করতে করতে এখন দর্শকের রুচির বাহিরে চলে গেছে এর অনুষ্ঠানমালা। অনেকের মতে বর্তমান বিটিভিকে দর্শক নন্দিত করতে হলে পুরো বিটিভিকে ঢেলে সাজাতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া