adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

`এবার ব্যাংকে লেনদেন হবে কণ্ঠস্বর শুনিয়ে’

1432642264চন্দা কোচর-mtnews24আন্তর্জাতিক ডেস্ক : আর ব্যবহার হচ্ছে না পাসওয়ার্ড। এখন থেকে শুধুমাত্র কণ্ঠস্বর শুনিয়ে লেনদেন হবে ব্যাংকে।  ভারতের এই সিস্টেম চালু হচ্ছে অতি শিগগিরই। ভারতের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক আইসিআইসিআই চালু করছে এই সুবিধা।  এখন থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে হবে না।

কণ্ঠস্বরই হবে পাসওয়ার্ড। এতদিন ব্যাংকে বা এটিএম থেকে টাকা তুলতে গেলে পাসওয়ার্ড ব্যবহার করতে হতো। আইসিআইসিআই ব্যাংকের প্রধান চন্দা কোচর গণমাধ্যমকে জানিয়েছেন, এখন থেকে শুধুমাত্র কণ্ঠস্বর শুনিয়েই টাকা লেনদেন করা যাবে।
তিনি জানান, স্মার্টফোনে ১৬ সংখ্যার কার্ড নম্বর ও ৪ সংখ্যার পিন নম্বর দেয়ার নানা ঝক্কি ছিল।  হরহামেশাই ভুল হয়ে যেত।  তার চেয়ে এই ব্যবস্থা অনেক বেশি সুরক্ষিত হবে।

বলা হয়েছে, কণ্ঠস্বরই আপনার পাসওয়ার্ডের কাজ করবে।  আইসিআইসিআই ব্যাংকের বিভিন্ন কল সেন্টারগুলোতে খুব শিগগিরই এ সুবিধা মিলবে।  এ কথা জানিয়েছেন ওই ব্যাংকের প্রধান চন্দা কোচর।  এ ব্যবস্থা চালু হয়ে গেলে প্রায় ৩.৩ কোটি গ্রাহক এর সুবিধা পাবে।  সূত্র : ওয়ান ইন্ডিয়া

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া