adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মহামারিতে টোকিওতে এখন অলিম্পিক হোক, চাইছেন না ৮০ ভাগ মানুষ

স্পোর্টস ডেস্ক : করোনা দ্বিতীয় ওয়েভ সামলে উঠতে পারেনি জাপান। এই পরিস্থিতিতে দেশের ৮০ ভাগ নাগরিকই চাইছেন না, এখনই অলিম্পিক হোক সে দেশে। তারা চাইছেন, হয় স্থগিত, নয়ত বাতিল করা হোক। সমীক্ষা চালিয়ে জানিয়েছে কিয়োডো সংবাদ সংস্থা। দেখা গেছে, ৩৫ ভাগ মানুষ চাইছেন, যাতে অলিম্পিক না হয়। আর পিছিয়ে দেওয়ার পক্ষে বলেছেন ৪৫ ভাগ। সমীক্ষায় অংশ নিয়েছিলেন ১ হাজার ৪১ জন মানুষ। তাদের ফোন করে জানতে চাওয়া হয়েছে, তারা কী চান।

গত ৬ ডিসেম্বরেও এই বিষয়টি নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছিল কিয়োডো। তখন ৬০ ভাগ মানুষ জানিয়েছিলেন, অতিমারী পরিস্থিতিতে দেশে অলিম্পিক চাইছেন না তারা।
এ বিষয়ে অলিম্পিক আয়োকজদের পক্ষ থেকে জানানো হয়েছে, আবার পিছিয়ে দেওয়া অসম্ভব। হঠাৎ সংক্রমণ বাড়তে থাকায় গত সপ্তাহেই গ্রেটার টোকিওতে জরুরি অবস্থা জারি হয়েছে। তারপরও এই পরিস্থিতিতে অলিম্পিক হচ্ছেই, জানিয়েছেন আয়োজকরা। – সংবাদ সংস্থা কিয়োডে / আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া