adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় সিডর দিবস আজ

sidorডেস্ক রিপাের্ট : আজ ১৫ নভেম্বর দেশের উপকূলীয় ১১টি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিডরের নয় বছর। ২০০৭ সালের এই দিনে ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা এই সিডরে মারা যায় পাঁচ হাজার মানুষ, আহত হয় অর্ধলক্ষাধিক। সিডরে ক্ষতিগ্রস্ত বহু পরিবার এই নয় বছরেও পায়নি কোনো সহায়তা। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
 
আমতলী (বরগুনা): নয় বছর অতিবাহিত হলেও   সিডরের আঘাতে পঙ্গু হওয়া  শতাধিক পরিবারে দিন কাটে এখন চোখের জলে। তারা আজও সরকারের দেওয়া পুনর্বাসনসহ কোনো সাহায্য পায়নি। জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বেরিবাঁধের অধিকাংশ এখনও সংস্কার হয়নি। এ উপজেলায় প্রাণ হারিয়েছিল প্রায় সাড়ে তিনশ মানুষ।
 
বরগুনা (উত্তর): সরকারি হিসেব অনুযায়ী বরগুনায় এক হাজার ৩৪৫ জন মানুষ প্রাণ হারায়। নিখোঁজ রয়েছে ১শ’ ৫৬ জন। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার এবং আহতের সংখ্যা ২৮ হাজার ৫০ জন। ভয়াবহ সিডরের নয় বছর পার হলেও এখনও প্রায় ৫০ কি. মি. বেড়িবাঁধ অরক্ষিত অবস্থায় রয়েছে। অতিরিক্ত জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে ও ভেঙে নোনা পানি ঢুকে ফসলের ক্ষতি হচ্ছে।
 
শরণখোলা (বাগেরহাট): এই দিনে দানব সিডর কেড়ে নেয় শরণখোলার সহস্রাধিক প্রাণ। ঘরবাড়ি ভেঙে আশ্রয়হীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। দিবসটি এলেই স্বজনদের বিয়োগ ব্যথায় কান্নার রোল পড়ে ঘরে ঘরে। বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় স্মরণ সভা ও কাঙালি ভোজের। বেড়িবাঁধের পাশাপাশি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী। 
 
ভোলা: ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের চরচন্দ্রপ্রসাদ গ্রামের নিখোঁজ ১৫ জেলে পরিবারের সদস্যরা এখনোও ফিরে আসার প্রতিক্ষায় প্রহর গুণছেন। তাদের সাহায্যে এগিয়ে আসছে না কেউ। ভেলুমিয়া ইউনিয়নের কূলগাজী গ্রামের সহিজল মাঝি সিডরে আঘাত হানার সময় মাছ ধরতে গিয়ে ছিলেন সাগরে। তিন মেয়ে তিন ছেলে, মা-বাবা আর স্ত্রী রেখে সেই যে গেলেন আর ফিরে এলেন না। আসবেন কিনা তাও জানে না তার পরিবার। জেলা সদরসহ চরফ্যাশন, মনপুরা ও বোরহানউদ্দিনে ৫২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় ৫ কিলোমিটার বেড়িবাঁধ। এছাড়া কয়েক শত কোটি টাকার সম্পদ নষ্ট হয়। নিহত হয় ৪২ জন। ভোলা সিপিপি’র উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দিন জানান, ভোলা জেলা এখনো দুর্যোগে ঝুঁকিমুক্ত নয়। ভোলায় এখনো দুই শত সাইক্লোন শেল্টার ও মাটির কিল্লা নির্মাণ প্রয়োজন।
 
মোরেলগঞ্জ (বাগেরহাট): উপজেলার নিখোঁজ ১৫-২০ জন জেলে আজও ফিরে আসেনি সমুদ্র থেকে। উপজেলায় ৯৩ জন প্রাণ হারিয়েছে। পঙ্গুত্ববরণ করে হাজার মানুষ।
 
পিরোজপুর: জেলার প্রায় সকল কাঁচাঘর বিধ্বস্ত হয়। অধিকাংশ বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে বেশিরভাগ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন ছিল। জেলায় মৃত্যের সংখ্যা ২৮১ জন। মঠবাড়িয়ায় মারা যায় ১০৬ জন। ভাণ্ডারিয়ায় ৯৭ জন, জিয়ানগরে ৪০ জন, নাজিরপুরে ২১ জন।  অন্য উপজেলায় ১০ জন। নিখোঁজ ছিল ৩৭৯ জন।
 
কাউখালী (পিরোজপুর): সিডরে ক্ষতিগ্রস্ত উপজেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডটি  ৯ বছর ধরে সে রকম পড়ে আছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের চেষ্টায় এবং বেসরকারি বিভিন্ন সাহায্য সংস্থা ও এনজিও’র সহযোগিতা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে প্রলয়ঙ্কারী সিডরের কথা স্মরণে আসলে এখনো আঁতকে উঠেন এলাকাবাসী।
 
বাবুগঞ্জ (বরিশাল): উপজেলায় সিডরে লাশ হয়েছিল ২০ জন, আহত হয়েছিল অর্ধশতাধিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া