adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজভীর অভিযােগ – রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ

RIZVIনিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, ভোটারবিহীন সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রেখেছে।
এ ধরনের ঘটনাকে আওয়ামী লীগ স্থায়ী রুপ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

এসময়  লিখিত বক্তব্যে রিজভী বলেন, কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই শেষ হয়েছে রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক। জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে কিনা সংশয় প্রকাশ করা হয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়ার প্রধান কারণ কূটনীতিক ব্যর্থতা।

এছাড়া সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, প্রতিদিনই নিখোঁজ কিংবা বিচারবহির্ভূত হত্যার খবর পাওয়া যায়, যা শুধু উদ্বেগজনক নয় ভয়ংকর আতংকেরও। অথচ সরকার বরাবর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমের মতো বিষয়গুলো অস্বীকার করছে। ২০টি মানবাধিকার সংগঠনের মোর্চা হিউম্যান রাইটস ফোরাম বলেছে, ২০১৩ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮২৩ জন। একই সময়ে গুমের শিকার হন ৩৪ জন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, দেশের এমন এক ভয়ানক পরিস্থিতিতে গতকাল ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসনিা বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব মানবতার বাতিঘর। তার হাস্যকর এমন মন্তব্যে গোটাজাতি লজ্জা পেয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া