adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘আমাদের মাথায় এখনো ব্রিটিশদের ভূত’

badolনিজস্ব প্রতিবেদক : আমাদের মাথায় এখনো ব্রিটিশদের ভূত আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল।
 
২৫ এপ্রিল সোমবার দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
 
মইন উদ্দিন খান বাদল বলেন, ‘আমাদের দেশে ব্যক্তির জন্মদিন নিয়ে বিভ্রান্তি দেখেছি। এখন আবার লক্ষ করছি, সংগঠনের জন্মদিন নিয়েও বিভ্রান্ত্রি হচ্ছে। এটা বড় ধরনের বিভ্রান্তি। এটা অবিলম্বে সংশোধন হওয়া উচিত।’
 
জাসদের এই নেতা বলেন, ‘চট্টগ্রাম সমুদ্র বন্দরটি আড়াই হাজার বছরের পুরনো বন্দর। অথচ ওনারা ১৩০তম জন্মদিন পালন করছে। এর কারণ হলো- আমাদের মাথায় এখনো ব্রিটিশদের ভূত আছে। এখানে বিট্রিশ শাসকদের পোর্ট কমিশনার অ্যাক্ট হয়েছিল।ওই দিনটাকেই ওনারা জন্মদিন বানিয়ে ফেলেছেন।’
 
চট্টগ্রাম বন্দরের ইতিহাস তুলে মইন উদ্দিন খান বাদল বলেন, ‘ওনারা বেমালুম ভুলে গেছেন নাবিক বুদ্ধ গুপ্তের কথা, আড়াই হাজার বছর আগে এই বন্দর থেকে যিনি মালয় গেছেন। কিংবা ওনাদের অনায়াসে চোখ এড়িয়ে গেছে যিশু খ্রিষ্টে জন্মের দুই-তিন দশক পরে বিখ্যাত বই ‘ফেরিফ্ল্যাস্ট অফ দ্য ইরিথ্যিয়ান সী’ এর কথা। সেই দুই হাজার বছর আগেকার বইয়ে চট্টগ্রাম বন্দরের কথা সুষ্পষ্টভাবে বলা আছে। তারা এটাও ভুলে গেছে, আরব বণিকরা এই বন্দর থেকে অনেক আগে মেঘনা এবং গঙ্গা হয়ে বাংলা-বিহারে ঢুকতেন। ১৩০ বছর যারা নির্ধারণ করছেন তাদের মাথা থেকে ফা হিয়েন, হিউয়েন সাঙ, ইবনে বতুতার চট্টগ্রাম বন্দর নিয়ে যতগুলো বৃত্তান্ত আছে সেটা চলে গেছে। এটা তো পরিষ্কার ইতিহাস, ১৫১৭ সালে পর্তুগিজ ক্যাপ্টেন তার লোকেসোয়ানা জাহাজে এসে চট্টগ্রাম বন্দরকে বলেছিলেন, পোর্টো গ্রান্ডো বা বড় বন্দর। যেজন্য পর্তুগিজদের কাছে কোলকাতা ছোট বন্দর হিসেবে পরিচিত ছিল।’
 
যথাযথ গবেষণা না করে এ ধরনের ভুল জন্মদিন পালন জাতি হিসেবে আমাদের সমৃদ্ধ ইতিহাসকে অস্বীকার করার নামান্তর।’ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া