adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢামেকে আরো এক অগ্নিদগ্ধের মৃত্যু

image_71547_0ঢাকা: ভোটের আগুনে দগ্ধ শাহীনার মৃত্যুর আট ঘণ্টা পার হতে না হতেই একই ঘটনায় দগ্ধ ফরিদ মিয়াও (৪৬) মারা গেলেন।
বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ফল ব্যবসায়ী ফরিদের মৃত্যু হয়।
এরআগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় একইস্থানে প্রাণ ত্যাগ করেন শাহীনা আকতার রুপসা।
শাহীনা ও ফরিদা দুজনই গত ৩ জানুয়ারি ভোরে রাজধানীর পরীবাগে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হন।

ফরিদ মিয়ার শরীরের ৪৮ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালীতেও পোড়া ছিল। ৩ জানুয়ারিই চিকিৎসকরা বলেছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ফরিদ মিয়ার ছেলে স্বপনুর রহমান জানান, ওই দিন (৩ জানুয়ারি) সকালে ফল কিনতে পুরান ঢাকার বাদামতলী যাচ্ছিলেন তার বাবা। সে কারণে তিনি গুলিস্তানগামী একটি বাসে উঠেছিলেন।
কিন্তু বাসটি রুপসী বাংলা হোটেলের সামনে পৌঁছলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা দুই যুবক বাসটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে অগ্নিদগ্ধ হন ফরিদসহ তিন জন।
স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছিলেন, ফরিদের শরীরের ৪৮ শতাংশ পুড়ে গেছে। পুড়েছে তার শ্বাসনালীও।
এরপর গত ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন তিনি। রাজনীতির সহিংসতার বলি হয়ে ছেড়ে গেলেন পৃথিবী।

ঢামেকর আবাসিক সার্জন পার্থ সঙ্কর পাল জানান, এ পর্যন্ত আমাদের বার্ন ইউনিট ২২ জন মারা গেলেন।
প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দশম জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে এ অবরোধের ডাক দিয়েছিল ১৮ দলীয় জোট। গত রোববার সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায় না হওয়ায় এতে অংশ নেয়নি ১৮ দলীয় জোট। তবে জোটের ডাকা সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি এখনো চলছে। সঙ্গে চলছে হরতালও।

গত ২৭ অক্টোবর থেকে এ পর্যন্ত বিরোধীদলের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন নাশকতার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শুধুমাত্র ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেই মারা গেছেন ২২ জন। এছাড়া দগ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন ১৪০ থেকে ১৪৫ জন। যাদের ৩৬ জন এখনো চিকিৎসা নিচ্ছেন।    

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া