adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিস হামলার টাইমলাইন

ARMYআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের কমপক্ষে ছয়টি স্থানে শুক্রবার প্রায় একই সময়ে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫৩ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছে।
ফ্রান্সের স্থানীয় ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।
হামলার ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষণা এবং প্যারিসে কারফিউ জারি করেছে ফরাসি সরকার। কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে গোটা ফ্রান্সে।   আটজন জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

 হামলা ও পরবর্তী কয়েক ঘণ্টা যেভাবে এগিয়েছে ফ্রান্সের পরিস্থিতি,  তার  টাইমলাইন দিয়েছে ভারতের একটি পত্রিকা।

ভোর ৫টা ১৭ (বাংলাদেশ সময়)

প্যারিসে ছয়টি জায়গায় পর পর বিস্ফোরণের খবর।

 ভোর ৫টা ৪৪

প্যারিসের বাটাক্লাঁ কনসার্ট হলে ঢুকে পড়ল সশস্ত্র সন্ত্রাসীরা। এলোপাতাড়ি গুলি চালিয়ে কনসার্ট হলের দখল নিল তারা। জিম্মি করা হলো প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের। কনসার্ট হলের বাইরে তীব্র গুলির শব্দ।

 ভোর ৫টা ৪৫

প্যারিসের ন্যাশনাল স্টেডিয়ামের কাছে প্রবল বিস্ফোরণ। তীব্র আওয়াজে বন্ধ করে দেওয়া হলো ফ্রান্স-জার্মানি প্রীতি ম্যাচ।

 ৬টা
বাটাক্লাঁ ছাড়াও প্যারিসের আরও পাঁচটি এলাকা থেকে বিস্ফোরণ ও সন্ত্রাসীদের হামলার খবর।

 ৬টা ২৯
পুলিস সূত্রে খবর, গুলির লড়াইয়ে কনসার্ট হলে মৃত ১০০।

৮টা ৫৩
গোটা শহরে ১৫০০ সেনা মোতায়েন।  জরুরি অবস্থা জারি করল সরকার।

 ৮টা ৫৪

জরুরি অবস্থা জারি করেন ওলাঁদ।

 
৮টা ৫৫
হামলাকারীদের সঙ্গীরা ফ্রান্সেই আছে, আশঙ্কা ফরাসি সরকারের।

 ৮টা ৫৭

প্যারিস পুলিশের কর্তারা জানালেন, হামলাকারীরা সম্ভবত মৃত।

৮টা ৫৯
ফেসবুকে প্যারিসের জন্য সেফটি চেক চালু।

৯টা ৫৪
প্যারিস হামলার পর নিউইয়র্কসহ অনান্য মার্কিন শহর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো।

 ১০টা ৪৩
প্যারিসে কারফিউ জারি।

 ১০টা ৪৪
সন্ত্রাসীদের পালাতে দেওয়া চলবে না। সরকারি নির্দেশে বন্ধ করা হয় ফ্রান্সের সীমান্ত।

 ১১টা

৮ সন্ত্রাসী নিহত। এদের মধ্যে সাতজন মারা যায় আত্মঘাতী বিস্ফোরণে।

 ১১টা ০৫
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান বাতিল করলেন ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া