adv
১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকপ্যাশন ডট নেটকে শাহীন আফ্রিদি,ভারতের মাটিতে টি- টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে টি- টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আর চিরপ্রতিদ্বন্দ্বী দেশে হতে যাওয়া এ বিশ্বকাপ জিততে চান পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশন ডট নেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আফ্রিদি।

সাক্ষাৎকারে নিজের লক্ষ্য সম্পর্কে আফ্রিদি বলেন, লক্ষ্য নিয়ে কথা বললে বলব, ২০২১ টি- টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে থাকতে পারলে ভালো হয়। দলকে শিরোপা জেতাতে সাহায্য করতে চাই। একদিন বিশ্বকাপজয়ী দলের অংশ হতে চাই। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পারা সব সময়ই দারুণ সম্মানের বিষয়। লোকে এখনো আমাদের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলে।

জাতীয় দলে দুই বছর আগে অভিষেক ঘটেছে শাহীন শাহ আফ্রিদির। এর মধ্যে তরুণ পেসার হিসেবে নিজের জাত চিনিয়েছেন। ঘন্টায় ৯০ মাইল গতির আশপাশে বল করে যাওয়ার খ্যাতি আছে তার।

আফ্রিদি মনে করেন শুধু ১৯৯২ বিশ্বকাপজয়ী দল নয়, ২০০৯ টি – টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইউনিস খানের দল এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জেতা সরফরাজদের দল নিয়েও লোকে গর্বিত। তিনি বলেন, (১৯৯২ বিশ্বকাপের মতো) একই কথা খাটে ২০০৯ বিশ্বকাপজয়ী দলের জন্যও। ইউনিস খানের নেতৃত্বে ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন শহীদ আফ্রিদি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলকেই বা কে ভুলতে পারে! তবে আমি দলে থাকি বা না থাকি পাকিস্তানকে সব সময় সব সংস্করণে শীর্ষে দেখতে চাই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া