adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঐশীর নামে পশু কোরবানী

oiseeডেস্ক রিপোর্ট : পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী আয়েশা রহমান স্বপ্না হত্যাকাণ্ডের প্রধান আসামি তাদের মেয়ে ঐশী রহমান ও তার ভাই ওহী রহমানের নামের ময়মনসিংহের হালুয়াঘাটে এবার পশু কোরবানী দেওয়া হচ্ছে। এদিকে ঈদুল ফিতরে কারাগারে ঐশী নতুন কাপড় পড়লেও এবারের ঈদে সে নতুন কাপড়ের দাবি করেনি।
ঐশীর চাচা মশিউর রহমার রুবেল বলেন, মামলায় স্বাক্ষ্য গ্রহণের কারণে গত মাসে ঐশীকে কাশিমপুরের মহিলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
তিনি বলেন, আদালতে স্বাক্ষ্য দেওয়ার সময় ঐশীর সাথে আমার শেষ স্বাক্ষাত হয়। ওই সময়ে ঐশী আমার কাছে কিছু টাকা চেয়েছিল। আমি ওই টাকা প্রিজন ক্যন্টিনে জমা দেই।
ঈদুল আযহা উপলক্ষে নতুন কাপড়ের কোন দাবি করেনি ঐশী। ওহী বর্তমানে ময়মনসিংহে আমার সাথেই রয়েছে। তাকে নিয়ে আগামীকাল পশু কোরবানী দেব। মৃতব্যক্তিদের নামে কোরবানী দেওয়া যায়না বিধায় ঐশী, ওহীর নামেই এবারের ঈদে পশু কোরবানী দেওয়া হবে।
কারাসূত্র জানায়, ঐশী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহিলা সেলে রয়েছে। ঈদের দিন পুরুষ ও মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদের জামায়াত সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
সকালে ঐশীসহ কারাবন্দিদের সেমাই ও মুড়ি খেতে দেওয়া হবে, দুপুরে খাবে ভাত অথবা খিচুরি এবং মাছ। রাতে তাদেরকে খেতে দেওয়া হবে পোলাও প্রয়োজন মত, ২শ গ্রাম গোশত, মিষ্টি ও পান সুপারী। এছাড়া যদি কেউ বাড়তি কিছু খেতে চায় তবে নিজস্ব অর্থায়নে তা প্রিজন ক্যান্টিন থেকে সংগ্রহ করতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী ও জেলার নেছার আলমের মোবাইল বন্ধ পাওয়া গেছে। ডিটি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া