adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরের মাঠ প্রস্তুত, আগামী সপ্তাহে সেন্ট্রাল উইকেটে তামিমদের অনুশীলন

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে লড়তে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় সপ্তাহখানেক দলগত অনুশীলন করবে দল। যা শুরু হওয়ার কথা রয়েছে ২১ সেপ্টেম্বর।

দলগত অনুশীলনের আগেও ব্যস্ত আছেন ক্রিকেটাররা। করোনাকালে গত ১৯ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। একক অনুশীলনের পর্ব শেষে এখন চলছে ছোট ছোট গ্রæপের অনুশীলন।

করোনাকালে ক্রিকেটীয় কার্যক্রম শুরু এবং পরিচালনার জন্য সব ক্রিকেট বোর্ডকেই গাইডলাইন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আর সেই গাইডলাইন মেনেই এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

ক্রিকেটারদের ছোট ছোট গ্রæপে ভাগ হয়ে অনুশীলনের মাঝেই শুরু হয়ে গেছে দলগত অনুশীলনের প্রস্তুতি। সেই লক্ষ্যেই প্রস্তুত করা হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেট। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, আগামী সপ্তাহেই সেন্ট্রাল উইকেটে অনুশীলন শুরু করবেন তামিম-মুশফিকরা।

মিনহাজুল আবেদীন বলেন, ‘আমরা গ্রাউন্ডস কমিটিকে বলেছি আগামী সপ্তাহের মধ্যে সেন্ট্রাল উইকেট প্রস্তুত করতে। কারণ আমরা আগামী সপ্তাহে এখানে অনুশীলন করার পরিকল্পনা করছি। কয়েকটি গ্রæপে ভাগ হয়ে এখানে অনুশীলন করবে ক্রিকেটাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া