adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করােনাভাইরাসে অস্ট্রেলিয়ায় একদিনে সর্বাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক দিন করোনাভাইরাস পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও সবশেষ চব্বিশ ঘণ্টায় হতাশাজনক একটি দিন দেখল অস্ট্রেলিয়া। এই সময়ে রেকর্ড সংখ্যক মৃত্যু দেখেছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ায়, যা একদিনের হিসেবে রেকর্ড। মৃতদের সবাই ভিক্টোরিয়া রাজ্যের

এর আগে অস্ট্রেলিয়ায় চব্বিশ ঘণ্টার হিসেবে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল ১২ আগস্ট, ২১ জন।

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব রাজ্যটিতে চব্বিশ ঘণ্টায় নতুন করে সংক্রমণ পাওয়া গেছে ২৮২ জনের শরীরে, যা আগের দিন থেকে ১৩ জন বেশি। রোববার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২৭৯ জন।

তবে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমতির দিকে। চলতি মাসের শুরুর দিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল ৭০০ জনের বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, কঠোর লকডাউন সংক্রমণ রোধ করতে কাজে দিচ্ছে।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫০০। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২১ জনের। করোনাভাইরাস নিয়ন্ত্রণে যে কয়টা দেশ এখন পর্যন্ত সাফল্যের পরিচয় দিয়েছে অস্ট্রেলিয়া এর অন্যতম।

এদিকে, ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে ২ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৩ হাজার জনের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া