adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১১ বছর পর খেলতে নেমে পেলেন শূন্য

স্পোর্টস ডেস্ক : এগার বছরের অপেক্ষা শেষে টেস্ট ক্রিকেটে ফেরার ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের ফাওয়াদ আলম। বৃহস্পতিবার সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৩,৯১১ দিন পর সাদা পোশাকে ফেরার ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ৪ বল ক্রিজে ছিলেন তিনি।

ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্টে দলে ছিলেন না। দ্বিতীয় টেস্টে লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানের জায়গায় বাঁহাতি ওপেনারকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। ৪১ বছর বয়সী ক্রিকেটার ক্রিস ওকসের শিকার হয়ে ফিরে যান।

ক্যারিয়ারে চতুর্থ টেস্ট খেলতে নামা ফাওয়াদ সাদা পোশাকে সবশেষ খেলেছিলেন ২০০৯ সালের নভেম্বরে। ওই বছরই অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ফাওয়াদ। খেলেছিলেন ১৬৮ রানের ইনিংস। বছরের শেষ দিকে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারে তৃতীয় টেস্ট। এরপর পাকিস্তানের সাদা জার্সিটা আবার গায়ে চাপাতে ঠিক ৩ হাজার ৯১১ দিনের অপেক্ষা।

পাকিস্তানের হয়ে এর চেয়ে বেশি বিরতিতে টেস্ট খেলেছেন ইউনিস আহমেদ। ১৭ বছর পর তার ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমেছিলেন। আর ১৯৭০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা জন ট্রাইকোস ২২ বছর পর ফিরেছিলেন জিম্বাবুয়ের হয়ে। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া