adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি২০ বিশ্বাকাপ-২০১৬-বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচ, তুলনায় বাংলাদেশ এগিয়ে

Ban-natherland Lats Logoজহির ভূইয়া ঃ ভারতের পশ্চিক দিকে একে বারে সীমানার কাছাকাছি ধর্মশালা শহর। আজ দুপুরের আগে থেকে মেঘের রাজ্য খ্যাত প্রাকৃতি রূপের রানী ধর্মশালার দিকে কোটি কোটি বাংলাদেশী তাঁকিয়ে থাকবে। আজ মাশরাফিরা নেদারল্যান্ডের বিপক্ষে দুপুর ৩টায় বাছাই পর্বে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। ধর্মশালার দিকে দৃস্টিটা তাই সে কারনেই। প্রতিপক্ষ যেহেতু নেদারল্যান্ড তাই বেশি একটা চিন্তা না হলেও উইকেট ইউরোপের পেসারদের সাহায্য করে থাকে। ধর্মশালার উইকেট নাকি ইউরোপের চরিত্রের অধিকারী। তাই নেদারল্যান্ড পেসাররা একটু বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে। সে কারনেই বাংলাদেশের ভক্তদের একটু বাড়তি চিন্তা। তবে অভিজ্ঞতায় মাশরাফিরা এগিয়ে। এ বিষয় নিয়ে বিশ্ব ক্রিকেটের কারও দ্বিমত থাকার কথা নয়। সেটা দলীয় হউক আর ব্যক্তিগত পারফর্মেন্সই হউক। তুলনায় বাংলাদেশ এগিয়ে।


এশিয়া কাপের আগে বাংলাদেশের টি২০ পারফর্মেন্স নিয়ে বিশ্ব ক্রিকেটে তেমন কোন আলোচনা ছিলনা। কিন্তু এশিয়া কাপের ১৩তম আসরে টি২০ ম্যাচে ফাইনাল খেলার পর সেই দৃশ্যপট পাল্টে গেছে। এখন আর আলোচনায় বাংলাদেশ বাছাই পর্বের পরীক্ষা নিয়ে নয়। বরং নেদারল্যান্ডের বিপক্ষে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ মার্চ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু টি২০ ম্যাচ বলে কথা। আগাম কিছু বলার উপায় কোথায়! তারপরও দুই দলের পার্থক্যটা ম্যাচের আগে ক্রিকেট ভক্তরা জানতে চায়। কারন ক্রিকেট বিশ্বে তো নেদারল্যান্ড ক্রিকেট দল এখনও তেমন প্রচারিত নাম নয়। যে কারনে তাদের সদস্যদের ব্যক্তিগত যোগ্যতা তেমন ভাবে আলোচিত নয়। যেমনটা বাংলাদেশ দলের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য। 
তুলনার বিচারে অবশ্যই বাংলাদেশ এগিয়ে আছে। বাংলাদেশ ৫৫টি টি২০ ম্যাচ খেলে জিতেছে ১৮টিতে আর হেরেছে ৩৬টি ম্যাচে। ১টিতে কোন ফলাফল হয়নি। নেদারল্যান্ড টি২০ খেলেছে ৩টি। জিতেছে ২৩টি, হেরেছে ১৫টি আর ফলাফল হয়নি ১টি। দলীয় হিসেবে যেমন এগিয়ে মাশরাফিরা, তেমনি ব্যক্তিগত হিসেবেও এগিয়ে মাশরাফি বাহিনী। কারন বাংলাদেশ দলের ১৫ সদস্যের মধ্যে ৪০টির বেশি ম্যাচ খেলা ক্রিকেটারের সংখ্যা ৫টি। সে হিসেবে নেদারল্যান্ডের ২০টির বেশি ম্যাচ খেলা ক্রিকেটারের সংখ্যা ৫টি।


এক নজরে বাংলাদেশ দলের ব্যক্তিগত পরীসংখ্যান
তামিম ইকবাল- ৪৬ ম্যাচ, ৩ ফিফটি, সর্বোচ্চ ৮৮ রান। সাকিব আল হাসান – ৪৭ ম্যাচ, ৫ ফিফটি, ৮৪ সর্বোচ্চ রান, বল হাতে ৫৫ উইকেট শিকার। মুশফিকুর রহিম – ৫০ ম্যাচ, ১ ফিফটি, ৫০ সর্বোচ্চ রান। মাহমুদুল্লাহ রিয়াদ – ৪৬ ম্যাচ, ২ ফিফটি, ৬৪ সর্বোচ্চ, বল হাতে ২০ উইকেট, ৫ রানে ২ উইকেট সর্বোচ্চ বোলিং ফিগার। মাশরাফি বিন মুস্তর্জা- ৪২ ম্যাচ, বল হাতে ৩৫ উইকেট সর্বোচ্চ ১৯ রানে ৪ উইকেট সর্বোচ্চ বোলিং ফিগার, ব্যাট হাতে ৩৬ সর্বোচ্চ রান। নাসির হোসেন – ৩০ ম্যাচ, ২ ফিফটি, ৫০ সর্বোচ্চ রান, বল হাতে ৬ উইকেট শিকার। সৌম্য সরকার- ২১ ম্যাচে ৪৮ সর্বোচ্চ রান। সাব্বির রহমান- ১৯ ম্যাচ, ৩ ফিফটি, ৮০ সর্বোচ্চ রান। আরাফত সানী- ৮ ম্যাচ, ১০ উইকেট, ২৬ সর্বোচ্চ রান। মুস্তাফিজুর রহমান – ১০ ম্যাচ,১৩ উইকেট, ১৩ রানে ২ উইকেট সর্বোচ্চ। আল আমিন হোসেন- ১৮ ম্যাচ, ৩১ উইকেট, ২০ রানে ৩ উইকেট সর্বোচ্চ বোলিং ফিগার। তাসকিন আহমেদ- ৯ ম্যাচ, ৬ উইকেট শিকার, ১৪ রানে ১ উইকেট সর্বোচ্চ বোলিং ফিগার। আবু হায়দার রনি- এখনও অভিষেক হয়নি। তবে ২০১৫ সালের টি২০ বিপিএলের সেরা উইকেট শিকারী।


এক নজরে নেদারল্যান্ড দলের ব্যক্তিগত পরীসংখ্যান
ওয়েসলি ব্যারিসি- ২ ম্যাচ, ৩ ফিফটি, ৭৫ সর্বোচ্চ রান। ব্যান কুপার- ২০ ম্যাাচ, ২ ফিফটি, ৬৬ সর্বোচ্চ রান। টপ কুপার- ১৫ ম্যাচ, ৫ ফিফটি, ৭২ সর্বোচ্চ রান। স্টিপেন মাইবুরাগ- ২৪ ম্যাচ, ৫ ফিফটি, ৭১ সর্বোচ্চ রান। ভিভিয়ান কিংমা- ১ ম্যাচ, ১ উইকেট, ৩২ রানে ১ উইকেট সর্বোচ্চ। ম্যাক্স ওদোয়াত- ৫ ম্যাচ, ১৭ রান সর্বোচ্চ। সিকান্দার জুলফিকার- ২ ম্যাচ,  সর্বোচ্চ রান। পিটার সিলার- ৩৩ ম্যাচ, ২৬ উইকেট, ১৯ রানে ৪ উইকেট সর্বোচ্চ। টিম ভ্যান দার গুগটেন- ১৯ ম্যাচ, ১৯ উইকেট, ১৮ রানে ৩ উইকেট সর্বোচ্চ। পাউল ভ্যান মিকির‌্যান- ১৮ ম্যাচ, ৮ উইকেট, ৮ রানে ২ উইকেট সর্বোচ্চ। মুদ্দাসের বুখারি – ৪৫ ম্যাচ, ৪৩ উইকেট, ৭ রানে ৪ উইকেট সর্বোচ্চ। মিশেল রিপ্পন- ১২ ম্যাচ, ১২ উইকেট, ৮ রানে ৩ উইকেট সর্বোচ্চ। লগেন ব্যান বিক- ৭ ম্যাচ, ৫ উইকেট, ৯ রানে ৩ উইকেট সর্বোচ্চ। রুইল ভ্যান দার মিরউ- ১৮ ম্যাচ, ২৩ উইকেট, ১০ রানে ২ উইকেট সর্বোচ্চ। পিটার বোরেন- ৩৭ ম্যাচ, ১ ফিফটি, ৫৭ সর্বোচ্চ রান, বল হাতে ১৭ উইকেট, ১৯ রানে ২ উইকেট সর্বোচ্চ।  আহসান মালিক- ২৬ ম্যাচ, ৪৩ উইকেট, ১৯ রানে ৫ উইকেট সর্বোচ্চ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া