adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে ভূমিকম্পে ৫০ হাজার গর্ভবতী নারী ক্ষতিগ্রস্ত

EQ_50K-Pregnant-Affected_thআন্তর্জাতিক ডেস্ক : নেপালে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৫০ হাজার গর্ভবতী নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপিএ মঙ্গলবার এ তথ্য দিয়েছে।
সংস্থাটির সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভূমিকম্পের কারণে স্বাস্থ্যসেবা প্রাপ্তিতেও হাজারো নারী বিপদে পড়ছেন বলে জানিয়েছে ইউএনএফপিএ।
সংস্থাটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমন্বয়ক প্রিয়া মারওয়া বলেছেন, ‘অসংখ্য নারী প্রজননগত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এবং অনেকেই সন্তান প্রসব করছেন অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে।’
এর আগে জাতিসংঘ জানিয়েছিল, ভূমিকম্পে অন্তত ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ লাখ শিশু রয়েছে।
প্রসঙ্গত, ২৫ এপ্রিল শনিবার ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নেপালে। এতে এ পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৫৭ জন মারা গেছেন। নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আশঙ্কা করছেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া