adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমরাহ্‌ পালনের পর মিডিয়া থেকে মন সরে যায় সুজানার

বিনােদন ডেস্ক : লম্বা ক্যারিয়ারে বেছে বেছেই বিজ্ঞাপন, মিউজিক ভিডিও বা নাটকে মুখ দেখিয়েছেন সুজানা জাফর। সাম্প্রতিক বছরগুলোতে বুটিকসের ব্যবসায় জড়ানোয় তাকে আরও কম দেখা যেতো পর্দায়। এবার পাকাপাকি শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিলেন।

ব্যবসার ব্যস্ততার পাশাপাশি অন্য কারণও রয়েছে এ সিদ্ধান্তে। একটি গণমাধ্যমকে সুজানা বলেন, “২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্‌ হজ পালনের পর মিডিয়া থেকে মন আরও সরে যায়। গত তিন বছরে দু-একটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথম দিকে কাজের যেমন পরিবেশ ছিল এখন তেমনটা পাইনি। অন্যের কথা বলে তো আমার লাভ নেই, আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না। উপলব্ধি হলো, মিডিয়া আর আমার জন্য না।”

আরও বলেন, “ছোটবেলা থেকেই নামাজ আদায় করতাম, কোরআন পড়তাম। এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনায় গত তিন মাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না। গত তিন মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনই পাইনি।”

সুজানা জানান, এ পেশায় মেধার মূল্য কম। ব্যক্তিগত সম্পর্ক দিয়ে অনেক কিছু বিচার করা হয়।

এ দিকে অভিনেত্রীর ফেইসবুক পেজে সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয় নিয়ে পোস্ট বেশি দেখা গেছে। সর্বশেষ পোস্ট ছিল শাওয়াল মাসের রোজা সংক্রান্ত। তিনি লেখেন, “শাওয়াল মাস শেষ হতে আর মাত্র ১০ দিন বাকী। এই মাসের ছয়টি নফল রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। বছর ঘুরে শুধু একবার শাওয়ালের এই নফল রোজার সুযোগ পাওয়া যায়। চাইলে ছয়টি রোজা একসাথেও রাখতে পারেন আবার সুবিধামত গেপ দিয়েও রাখতে পারেন। তাই, যারা এখনো শুরু করেননি, দ্রুত শুরু করে দিন। ইনশা আল্লাহ।”

করোনার শুরু থেকে সুজানা একাধিক জনসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। বিশেষ করে দুবাই প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া