adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল -মাশরাফিকে পেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

333423-mashrafe-mortaza-odi-clbb-7তুহিন  খান নিহাল,  কুমিল্লা : মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক হিসেবে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লটারিতে জিতে প্রথম দল হিসেবে রংপুর দল সাকিব আল হাসানকে সিলেক্ট করায় দ্বিতীয় দল হিসেবে লটারিতে মাশরাফি বিন
মর্তুজাকে বেছে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার আন্দ্রে ডোয়াইন রাসেল, শ্রীলঙ্কার ব্যাটসম্যান লাহিরো ত্রিমোনি, বোলার নাওয়ান
কুলাসেকারা,ইংল্যান্ডের অল রাউন্ডার ডারিন স্টিফেন্স, উইকেট রক লিটন কুমার দাস, ব্যাটসম্যান ইমরুল কায়েস ও শুভাগত চৌধুরী, অল রাউন্ডার মাহমুদুল হাসান লিমন ও
আরিফুল হক, বা হাতি স্পিনার সানজামুল ইসলাম ও পেসার কামরুল ইসলাম রাব্বী, বা হাতি স্পিনার
নাঈম ইসলাম জুনিয়র, পেসার আবু
হায়দার রনিকে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল
থেকে রাজধানীর রেডিশন হোটেলে অনুষ্ঠিত ‘প্লেয়ার বাই
চয়েজ’ এ ৬জনের কুমিল্লা টিমে নেতৃত্ব দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। তিনি শেষ
লটারিতে দলের অধিনায়ক বেছে নেন। কুমিল্লা দলের পছন্দেও তালিকায় ছিল সাকিব আর মাশরাফি। সাকিবকে রংপুর নিয়ে যাওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল মাশরাফিকে দলের অধিনায়ক হিসেবে নিয়ে নেন। 
এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নিয়েছে পাকিস্তানের
শোয়েব মালিক, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, সুনীল নারিনসহ ৫ জনকে। প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। আগামী ২২ নভেম্বর শুরু হবে
জমজমাট এ আসরটি। এর আগে ২০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টটির।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া