adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক : দায়িত্বরত পুলিশ পরিদর্শকের করোনায শনাক্ত হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। সোমবার রাতে পুলিশ ফাঁড়িটি লকডাউন করা হয়। সেখানে কর্মরত সকল পুলিশ সদস্যকে আইশোলেশনে পাঠানো হয়েছে।

সোমবার রাতে করোনা শনাক্ত হওয়া পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া (৫৪) ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। সেখানে আটজন পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন।

গত কয়েকদিন ধরে মাঝে মাঝে জ্বর অনুভব করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হয় বাচ্চু মিয়ার। সোমবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ জানা যায়।

ফাঁড়িটি লকডাউন হওয়ায় এখন আর কোনো পুলিশ সদস্য সেখানে অবস্থান করবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানার দুটি মোবাইল টিম দায়িত্ব পালন করবে বলেও তিনি জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া