adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লারা ও পিটারসেনের চোখে টি-২০ বিশ্বকাপে ভারতই ফেভারিট

laraস্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ভারতে বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে টিম ইন্ডিয়ার সামনে এবার শিরোপা পুনরুদ্ধারের হাতছানি। ক’দিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসে বিরাট কোহলিরা। তাই সন্দেহাতীতভাবেই দেশের মাটিতে ফেভারিট তকমা নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ও ইংলিশ তারকা কেভিন পিটারসেন তেমনটিই মনে করছেন। দু’জনই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভারতকে এগিয়ে রাখছেন। প্রসঙ্গত, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের প্রথম আসরে (২০০৭) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। আর সর্বশেষ বাংলাদেশে অনুষ্ঠিত পঞ্চম আসরে (২০১৪) ফাইনালে উঠে শ্রীলঙ্কার কাছে স্বপ্নভঙ্গ হয় ধোনি-কোহলিদের।

আগামী ৮ মার্চ শুরু হয়ে ৩ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের পর্দা নামবে।

এক সাক্ষাৎকারে ব্রায়ান লারা বলেন, ‘আমি মনে করি, ভারত হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। তাদের খেলোয়াড়দের পিচ সম্পর্কে ভালো ধারণা রয়েছে। ইতোমধ্যেই তারা এ ফরমেটে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে। তাই আমি নিশ্চিতভাবেই ভারতকে এগিয়ে রাখব।’

নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ প্রসঙ্গে লারার ভাষ্য, ‘ওয়েস্ট ইন্ডিজের কথা ভুলে গেলে চলবে না। তাদেরও সম্ভাবনা রয়েছে। এ ফরমেটে তারা বেশ ভালো টিম। এছাড়া অন্যান্য দলের জন্য চিন্তার বিষয় রয়েছে। ধারাবাহিক পারফরম্যান্সের ঘাটতি থাকলেও ক্যারিবীয় দলে সেরা খেলোয়াড় রয়েছে। ও. ইন্ডিজ টিম সম্পর্কে কেউই পূর্বানুমান করতে পারবে না।’

অন্যদিকে, কেভিন পিটারসেন বলেন, ‘অনেক দলই আছে যাদের বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। যারা ম্যাচের ঘুরিয়ে দিতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেতে এর বিকল্প নেই। আমার মতে, বর্তমানে ভারতীয় টিমকে হারানো বেশ কঠিন হবে। টি-২০ বিশ্বকাপ সামনে রেখে তারা শুধু ভালো দলই না, হোম কন্ডিশনও তাদের অনেক সুবিধা এনে দেবে। এ ফরমেটে বিরাট কোহলি ও রোহিত শর্মা সত্যিকারের তারকা। তাদের খেলা দেখে আমি মুগ্ধ। আমার বিশ্বাস তাদের হাত ধরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভারত এগিয়ে থাকবে।’ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া