adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর বসছে ১৩তম স্প্যান

নিজস্ব প্রতিবেদক : কয়েকদফা পিছিয়ে অবশেষে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে ১৩তম স্প্যান। ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হবে। আর এই স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হতে যাবে ১৯৫০ মিটার বা প্রায় দুই কিলোমিটার সেতু।
গত ১৬ মে এই স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু কয়েকদফা তা পিছিয়ে যায়।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন,নদীর মাওয়া প্রান্তে আগে বসানো দশম স্প্যানের পাশে ১৩তম স্প্যানটি বসানো হবে। আর দুইটি স্প্যান পাশাপাশি বসাতে হলে যে লিফটিং ক্রেন ব্যবহার করা হয়, সেটিতে যান্ত্রিক জটিলতা দেখা দেয়ায় স্প্যান বসাতে দেরি হয়।
এর আগে গত ৬ মে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝামাঝি স্থানে ২০ ও ২১ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে ১২তম স্প্যান।
সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। এরপরই মাথা তুলবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু।
চলতি মাসের শেষদিকে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান (১৪তম) বসানোর কথা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া