adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পরিবেশ না থাকায় এরশাদের নির্বাচন বর্জন

image_65269_0 (1)ঢাকা: নির্বাচনের পরিবেশ না থাকায় জাতীয় পার্টি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় সালাহউদ্দিন বলেন,  ‘সমগ্র জাতি আজ কারারুদ্ধ, বিপন্ন মানচিত্র, অবরুদ্ধ গণতন্ত্র। একদলীয় প্রহসনের নির্বাচনে তথাকথিত মনোনয়নপত্র দাখিলের মহড়া হয়ে গেল। একদলীয় স্বৈরশাসন চিরস্থায়ী করার মানসে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও প্রযোজনায় এই নাটক মঞ্চস্থ হয়েছে। সমগ্র দেশবাসী অবাক দৃষ্টিতে দেখছে গণতন্ত্রের শবযাত্রা।’

তিনি আহমেদ বলেন, ‘ইতোমধ্যে অবৈধ মহাজোট সরকারের প্রধান অংশীদার হুসেইন মুহম্মদ এরশাদের দল নির্বাচনের পরিবেশ না থাকায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ রাষ্ট্র নয়। জাতিসংঘসহ সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমাজ সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বললেও সরকার তা আমলে নিচ্ছে না। ফলে আমরা বিশ্ব ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে মগের মুল্লুকে পরিণত হতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘গণবিচ্ছিন্ন ও জনরোষে নিপতিত সরকার নিজেকে রক্ষা করার জন্য দলীয় সন্ত্রাসী ও পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আন্দোলনকারী জনতার ওপর দেশব্যাপী জঘন্য হত্যাযজ্ঞ চালাচ্ছে। প্রতিদিন শহীদের কাতারে অসংখ্য নাম যুক্ত হচ্ছে। রাজপথে লাশের মিছিল বাড়ছে।’

বিএনপি’র আপদকালীন মুখপাত্র বলেন, ‘সারা বাংলার মানুষ আজ পুলিশ রিমান্ডে আছে। দেশটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। রাষ্ট্রের সব অঙ্গ সরকারের সেবাদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সুতরাং রাষ্ট্রের ভারসাম্যহীনতা ও নৈরাজ্যের জন্য সরকার দায়ী থাকবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও তার দোসররা জনগণের ভোটের অধিকার বুলেটের মাধ্যমে কেড়ে নিতে চায়। নির্যাতনের স্টিম রোলার চালিয়ে জনতার আন্দোলনকে স্তব্ধ করা যায় না। এটাই পৃথিবীর ইতিহাস। আমি সংগ্রামী দেশবাসীকে বিপন্ন গণতন্ত্র ও মানচিত্রকে রক্ষার জন্য নিরন্তর সংগ্রামের আহ্বান জানাই। আওয়ামী স্বৈরতন্ত্রের বালির বাঁধ গণআন্দোলনের উত্তাল জোয়ারে ভেসে যাবে ইনশাল্লাহ। সংগ্রামী জনতার বিজয় অতি আসন্ন।’

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে আইন রক্ষা বাহিনীর হামলার অভিযোগ করে  সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে এ পর্যন্ত মারা গেছে ছয়জন, আহত ৮২৩ জন, গুলিবিদ্ধ ৩৯৪ জন, গ্রেপ্তার ৩৯৭ জন, মামলা দায়ের হয়েছে ৩ হাজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন ছয়জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া