adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের কিশোরদের সিরিজ জয়,প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর এবার ড্র

নিজস্ব প্রতিবেদক : প্রথম তিনদিনের ম্যাচে ৫ উইকেটে পাওয়া জয়ের আত্মবিশ্বাস ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে লাল-সবুজের কিশোররা।

সব বিভাগে বাংলাদেশ এগিয়ে থাকার পরও অবশ্য ড্র হয়েছে ম্যাচটি। তাতে ১-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে ইয়াং টাইগাররা। আগামী ১০, ১২ ও ১৫মে একই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

বুধবার ম্যাচের শেষদিনে পাকিস্তান কিশোরদের ২৫৬ রানের লক্ষ্যে দেয় বাংলাদেশ। দুপুরে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৩ উইকেট হারিয়ে ১০৩ রান তোলার পর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
রিহাদ খানের দুর্দান্ত সেঞ্চুরিতে (১৩৬*) প্রথম ইনিংসে ২৯২ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ২২০ রানে। লিড নেয়া বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ৮৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন এইচ মোল্লা।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-২৯২ ও ১৮৩/৮ (ইনিংস ঘোষণা), পাকিস্তান-২২০ ও ১০৩/৩

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া