adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলায় নিহত ওমর ফারুকের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিরাজউদ্দৌল্লাহ মাঠে জানাজা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় মরহুমের স্বজনরা ছাড়াও আশপাশের অনেক মানুষ অংশ নেয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওমর ফারুকের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একই বিমানে জাকারিয়া ভূঁইয়ার মরদেহও ঢাকায় আনা হয়। সেখান থেকে ওমর ফারুকের পরিবারের লোকজন মরদেহ নিয়ে রাত দুটার দিকে বন্দর উপজেলায় নিজ বাড়িতে নিয়ে যান।

মরদেহ বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই কান্নার রোল পড়ে যায়। নিহতের পরিবারের কান্নায় আশপাশের লোকজনও কান্নায় ভেঙে পড়েন। সারারাত বাড়িতে মরদেহ রাখার পর সকাল সাড়ে ১০টায় বন্দর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টারেন্ট। এতে ৫০ জন নিহত হন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি। সেদিন মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার সিলেটের হুসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়। নিহত মোজাম্মেল হকের মরদেহ আজ বুধবার রাত ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আর ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়ার মরদেহও গতকাল দেশে আনা হয়।

নারায়ণগঞ্জের বন্দরের আবদুর রহমানের ছেলে ওমর ফারুক। তিন বোনের একমাত্র ভাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন ওমর ফারুক। সংসারে সচ্ছলতা আনতে প্রথমে গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানে কয়েক বছর কাটানোর পর দেশে এসে নিউজিল্যান্ডে পাড়ি জমান।

সেখানে গত চার বছর ধরে থাকতেন। দুবছর আগে দেশে এসে বিয়ে করেন। গত নভেম্বরে দেশে এসেছিলেন, ফিরে যান জানুয়ারিতে। সেখানে একটি কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। তার স্ত্রী সানজিদা জামান তিন মাসের অন্তঃসত্ত্বা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া