adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের নির্দেশই অক্ষরে অক্ষরে মানলো বিসিবি

image_67590_0ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো, প্রশাসন এবং অর্থায়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনার একটি প্রস্তাব আজ শনিবার পাস হয়েছে।

সিঙ্গাপুরে আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্সিল বা আইসিসির এক সভায় ভোটাভুটির মাধ্যমে পাস হওয়া এই প্রস্তাবটির পক্ষে ভোট দেয় বাংলাদেশসহ আটটি পূর্ণ সদস্য দেশ। শ্রীলংকা এবং পাকিস্তান ভোটদানে বিরত থাকে।

আইসিসির তিন প্রভাবশালী সদস্য ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের আনা প্রাথমিক প্রস্তাব নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টির পর গত মাসে দুবাইতে এক বৈঠকে এতে বেশ কিছু সংশোধনী আনা হয়।

এই প্রস্তাব পাশের ফলে আইসিসির প্রশাসনিক কর্মকাণ্ড, খেলার সূচি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় ধরণের পরিবর্তন আসবে।

আইসিসির সংশোধিত যে প্রস্তাবটি পাশ হয়েছে, তাতে দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট খেলার বিষয়টি নেই। প্রাথমিক প্রস্তাবে এ বিষয়টি নিয়েই মূলত আপত্তি তুলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রস্তাবে বলা হচ্ছে, আইসিসির সহযোগী সদস্যদের মধ্যে আগামী ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ী দেশ র্যাঙ্কিংয়ের সর্বনিম্নে থাকা দেশের সাথে টেস্ট খেলার সুযোগ পাবে এবং বিজয়ী হলে টেস্ট স্ট্যাটাস অর্জন করবে। তবে বর্তমান টেস্ট স্ট্যাটাসপ্রাপ্ত দেশগুলোর সেই স্ট্যাটাস হারানোর সম্ভাবনা এই প্রস্তাবে নেই।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে খেলার সূচি চূড়ান্ত হবে, দুটি সদস্য দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে। নিজেদের মধ্যে চুক্তি করে ২০২৩ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি নিশ্চিত করবে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, এ পরিবর্তনের ফলে বাংলাদেশ কোন খেলার সুযোগ থেকে বঞ্চিত হবে না।

"আমাদের যে খেলাগুলো ছিল সেগুলো আমরা ঠিকই খেলবো। পাশাপাশি অন্যদের সাথেও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেও আমরা এখন খেলতে পারবো।" বলেন মি. ইউনুস।

তবে এই এফটিপি অনুযায়ী দ্বিপাক্ষিক চুক্তি করতে কোনো দেশের অস্বীকৃতি জানানোর সুযোগ আছে কিনা আইসিসির বিবৃতিতে তা স্পষ্টভাবে বলা নেই।

মি. ইউনুস বলছিলেন, আইসিসির কাঠামো পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের মূল যে শংকাগুলো ছিল, সেই দুই স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট এবং খেলার সূচি নিয়ে অনিশ্চয়তা, তা গত বৈঠকেই সমাধান হয়ে গেছে, যেকারণে বিসিবিও এই প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছে।

ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীও বলছেন, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে খেলা হলে বাংলাদেশের কোনো দুশ্চিন্তার কারণ এমুহূর্তে তিনি দেখছেন না।

শামীম আশরাফ চৌধুরী বলেন, "যখনি আইসিসির তত্ত্বাবধানে এফটিপির কথা আসে, তখন সকল দেশগুলোর মধ্যে সমবন্টনের একটি চিন্তা থাকে। যেহেতু বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে বেশ কয়েকটি দেশ সমর্থন দিয়েছে, আমার কাছে মনে হয় না দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে খেলা হলেও বাংলাদেশ বাদ পড়বে।"

প্রাথমিকভাবে এ সংস্কার প্রস্তাবে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার হাতে আইসিসির আরো বেশি নিয়ন্ত্রণক্ষমতার যে কথা বলা হয়েছিলে, সংশোধিত প্রস্তাবে সেটিও অনেকাংশেই বাদ দেয়া হয়েছে।

তবে পাশকৃত প্রস্তাবে বলা হয়েছে আগামী জুলাই মাস থেকে দু’বছরের অন্তর্বর্তী সময়ে এ তিনটি দেশের তিনজন সদস্য আইসিসির মূল তিনটি পদে থাকবেন এবং প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এন শ্রীনিভাসন। তবে এরপর সদস্য যেকোন দেশের প্রার্থীই প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়াতে পারবেন।

এছাড়াও প্রস্তাব অনুযায়ী টেস্টখেলুড়ে দেশগুলোর জন্য একটি টেস্ট ক্রিকেট তহবিলও গঠন করা হবে, যে অর্থ ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ছাড়া অন্যান্য দেশগুলো পাবে।

কিন্তু অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে প্রতিটি দেশ তাদের অবদান অনুযায়ী অর্থনৈতিক স্বীকৃতি পাবে বলে উল্লেখ করা হয়েছে। যদিও জোর দিয়ে বলা হয়েছে যে, এ পরিবর্তনের ফলে কোন দেশই ক্ষতিগ্রস্ত হবে না।

ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী বলছেন, ''অন্যান্য দলগুলোকে খুশি রাখার জন্য এসব কথা বলা হচ্ছে, তবে এক্ষেত্রে আরো নজরদারি প্রয়োজন।''

সিঙ্গাপুরের সভায় আইসিসির দশটি পূর্ণ সদস্য দেশের মধ্যে আটটি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদান থেকে বিরত ছিল পাকিস্তান এবং শ্রীলংকা। তারা বলেছে, এ প্রস্তাবটি বিবেচনার জন্য তাদের আরো সময়ের প্রয়োজন। – বিবিসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া