adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২০৯ স্কুল বন্ধ রেখে মন্ত্রীকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট : ডুমুরিয়া উপজেলায় ২০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে দেয়া হয়েছে সংবর্ধনা। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে উপহার হিসেবে দেয়া হয়েছে ৬ ভরি রুপার তৈরি নৌকা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মন্ত্রী সে উপহার গ্রহণ করেছেন। এদিকে স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেয়ায় অভিভাবকদের মধ্যে ােভের সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা চত্বরে প্রাথমিক শিক সমিতি এ সংবর্ধনার আযোজন করে। খলশী গ্রামের জামাল উদ্দিন (ছদ্ম নাম) বলেন, ‘শনিবার স্কুল বন্ধ ছিল। প্রতিমন্ত্রীর সংবর্ধনা দেয়ার জন্য স্কুলে ছুটি দেয়া হয়েছে বলে আমার ছেলে জানিয়েছে।’ এর আগেও গত ২৬ এপ্রিল স্কুল বন্ধ ছিল। সে সময়ে পরীা চলছিল। তার ছেলে সাজিয়াড়া স্কুলে লেখাপড়া করে বলে তিনি জানান।
ডুমুরিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক সমিতির একাংশের নেতা রবিউল ইসলাম লাবু বলেন, ‘সম্মিলিতভাবে সবার সিদ্ধান্তের প্রেেিত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। তাছাড়া শিকদের হাতে সংরতি কিছু ছুটি থাকে। সেই সংরতি ছুটির অংশ হিসেবে স্কুল বন্ধ রাখা হয়।’
ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিা অফিসার সুমন্ত কুমার পোদ্দার বলেন, ‘শিক নেতারা এ অনুষ্ঠানের আয়োজক। যেহেতু শিকদের মধ্যে কয়েকটি প রয়েছে সেকারণে আমাকে অনুষ্ঠানের সভাপতিত্ব করা এবং আমন্ত্রণ পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক নেতারা।’ অনুষ্ঠানস্থলে শিকদের হাজিরা নেয়ার বিষয়ে তিনি বলেন, উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা নেয়া হয়েছে। রুপার নৌকা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, শিকরা নিজেরা অর্থ দিয়ে সাড়ে ৬ ভরি রুপা দিয়ে এটি তৈরি করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা খাতায় স্বার নেয়া হচ্ছে
উপজেলা প্রাথমিক শিা কমিটির সভাপতি ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি ছুটির দিনে বা বিকেলে হতে পারত। একেতো বিভিন্ন কারণে বছরের ছয়মাসের বেশি স্কুল বন্ধ থাকে। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানের নামে স্কুল বন্ধ রেখে কোমলমতি শিার্থীদের পড়ালেখার তি করায় প্রাথমিক শিা অফিসারকে নোটিশ করা হবে।’
ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার মো. সামছু দ্দৌজা বলেন, ‘স্কুল ছুটি দিয়ে এধরণের  আয়োজন করা ঠিক হয়নি। বিষয়টি প্রাথমিক শিা অফিসারের নিজস্ব সিদ্ধান্ত। অনুষ্ঠানে আমি একজন অতিথিমাত্র। তবে প্রাথমিক শিা অফিসারকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে।’
এ রির্পোট লেখা পর্যন্ত প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সেলফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া