adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কঠিন পরীক্ষার সামনে শ্রীলঙ্কা

image_70580_0ঢাকা: আবুধাবি টেস্টের তৃতীয় দিনে লড়াইয়ে ফিরলেও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে শ্রীলঙ্কাকে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রথম ইনিংসকে ৩৮৩ রানে গুটিয়ে দিয়ে বেশ ভালোই প্রত্যুত্তোর দিচ্ছিল লঙ্কানরা। কিন্তু দিনের শেষ বেলায় কুশাল সিলভার আউটটি আবারো কোনঠাসা করে ফেলে তাদেরকে। শ্রীলঙ্কা দিনশেষে পাকদের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ৭ রানে এগিয়ে যায়। বাকী ৬ উইকেটে তাদেরকে চ্যালেঞ্জিং লক্ষ্য বেঁধে দিতে হবে প্রতিপক্ষের সামনে।

প্রথম ইনিংসে ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কানরা বেশ সম্ভাবনাই জাগিয়েছিল। দুই ওপেনার কুশাল সিলভা ও দিমুথ করুনারত্নে আস্থার সঙ্গে ইনিংস শুরু করে ৪৭ রান যোগ করে দলীয় সংগ্রহে। কিন্তু ২৪ রান করা করুনারত্নে বোল্ড হয়ে ফিরে যান প্রথম ইনিংসে সফল পেসার জুনায়েদ খানের বলে।

এরপরই চমৎকার লড়াইয়ের সূচনা করেন অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা। অনভিজ্ঞ পেরেরার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৯ রান তুলে যখন লঙ্কান শিবিরকে

আশাবাদী করে তুলেছিলেন তিনি তখনি আঘাত হানেন পাক নবীন পেসার বিলাওয়াল ভাট্টি। সাবলিলভাবে খেলে ৯৯ বলে ৬ বাউন্ডারিতে ৫৫ রান করা সাঙ্গাকারা  তার বলে ইউনুস খানের তালুবন্দী হন। পরের ওভারের প্রথম বলেই আরেক ব্যাটিং স্তম্ভ ও সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে গোল্ডেন ডাক উপহার দিয়ে শ্রীলঙ্কাকে বিপর্যস্ত করে ফেলেন ভাট্টি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান ভাট্টি। তবে তা পূরণ হয়নি।  

দিনেশ চান্দিমাল এক প্রান্ত আগলে রাখা সিলভার সঙ্গে যোগ দিয়ে বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা চালিয়ে যান। তবে দিনের শেষ প্রান্তে ১৭৭ বলে ১১ বাউন্ডারিতে ৮১ রানের চমৎকার দায়িত্বশীল ইনিংস খেলা সিলভার প্রতিরোধ ভেঙে পরে। জুনায়েদ খানের বলে তিনি উইকেটরক্ষক আদনান আকমলের গ্লাভসবন্দী হন। চান্দিমাল দিনশেষে ২৪ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৬ রান। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথ্যুজ এবং অন্যদেরকে নিয়ে কঠিন পথ পাড়ি দিতে হবে টি-টোয়েন্টি অধিনায়ককে। পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান ও বিলাওয়াল ভাট্টি যথাক্রমে ৪৬ ও ৬৫ রানে দুটি করে উইকেট নেন।

দিনের শুরুতে আগের দিনের ৪ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলতে নেমে পাকিস্তান সমর্থকদের হতাশা উপহার দিয়ে আর মাত্র ৫৬ রান যোগ করেই অর্থাৎ ৩৮৩ রান করে অলআউট হয়। অধিনায়ক মিসবাহ আগের দিনের সংগ্রহের সঙ্গে আরো ৩০ রান যোগের পর ১৩৫ রানে রঙ্গনা হেরাথের বলে সাজঘরে ফেরেন। ভাট্টি ১৪ এবং আসাদ শফিক ১৩ রান করেন।



শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ ও শামিন্দা ইরাঙ্গা যথাক্রমে ৯৩ ও ৮৩ রানে তিনটি করে উইকেট নেন।



সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০৪ (ম্যাথ্যুজ ৯১, করুনারত্নে ৩৮, সিলভা ২০, সাঙ্গাকারা ১৬, ইরাঙ্গা ১৪, জুনায়েদ ৫/৫৮, ভাট্টি ৩/৬৫, আজমল ২/৩২)



ও দ্বিতীয় ইনিংস ১৮৬/৪ (সিলভা ৮১, সাঙ্গাকারা ৫৫, করুনারত্নে ২৪, চান্দিমাল ব্যাটিং ২৪, জুনায়েদ ২/৪৬, ভাট্টি ২/৬৫)



পাকিস্তান প্রথম ইনিংস ৩২৭/৪ (ইউনুস ১৩৬, মিসবাহ ব্যাটিং ১০৫, শেহজাদ ৩৮, মানজুর ২১, শফিক ব্যাটিং ১২, হাফিজ ১১, ইরাঙ্গা ২/৬৩, লাকমাল ১/৮৪)

   

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া