adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্কার ২০১৯’র সেরা চলচ্চিত্র ‘গ্রিনবুক’, শ্রেষ্ঠ পরিচালক আলফানসো

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ২০১৯ সালের ৯১ তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে ‘গ্রিনবুক’ চলচ্চিত্রটি। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় পর্দা উঠে হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসরের।

‘রোমা’ চলচ্চিত্রের জন্য দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার জিতলেন আলফানসো কুয়ারন। শ্রেষ্ঠ পরিচালক ছাড়াও শ্রেষ্ঠ চিত্রগ্রাহকেরও পুরষ্কার লাভ করেন তিনি। স্প্যানিশ ভাষায় মেক্সিকান চলচ্চিত্র ‘রোমা’ এবছর শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কার লাভ করেছে। আলফানসো কুয়ারন এর আগে ২০১৩ সালে ‘গ্র্যাভিটি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার লাভ করেন।

কিংবদন্তি ব্রিটিশ সঙ্গীতশিল্পী ফ্রেডি মারকিউরির ভূমিকায় অভিনয় করে ‘বোহেমিয়ান র‌্যাপসডি’ চলচিত্রের জন্য পুরুষ বিভাগে শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরষ্কার জিতেছেন র‌্যামি মালেক। র‌্যামি আরব বংশোদ্ভূত প্রথম অভিনেতা যিনি অস্কার জিতলেন। এর আগে ‘লরেন্স অফ এরাবিয়া’ চলচ্চিত্রের জন্য ওমর শরিফ এ বিভাগে জন্য মনোনীত হলেও পুরষ্কার জিততে পারেনি।
‘দ্যা ফেভারিট’ চলচ্চিত্রে রানী অ্যানের চরিত্রে অভিনয়ের জন্য নারী বিভাগে শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন অলিভিয়া কোলম্যান।

‘এ স্টার ইজ বর্ন’ চলচ্চিত্রের ‘শ্যালো’ গানটির জন্য শ্রেষ্ঠ মৌলিক গান ক্যাটাগরিতে অস্কার লাভ করেছেন লেডি গাগা, মার্ক রনসন, এন্থনি রোসোমান্ডো ও অ্যান্ড্রু ওয়্যাইট। ‘ব্ল্যাক প্যান্থার’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ মৌলিক সুরের জন্য পুরষ্কার লাভ করেন লুডউইগ গোরানসন।

ভারতের প্রেক্ষাপটে নারীদের রজঃস্রাবের ওপর নির্মিত ‘পিরিয়ড: এন্ড অফ সেনটেন্স’ জিতে নিয়েছে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র (ছোট বিষয়বস্তু) এর পুরষ্কার। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে পুরষ্কার বিজয়ীরা হলেন, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (পুরুষ)-মাহেরশালা আলি (গ্রিনবুক), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (নারী)-রেগিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক), শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য-নিক ভ্যালেলংগা, ব্রায়ান কারি ও পিটার ফারেলি (গ্রিনবুক), শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য-স্পাইক লি, চার্লি ওয়্যাচেল, ডেভিড রবিনোউইজ ও কেভিন উইলমট (ব্ল্যাক্কাসম্যান), শ্রেষ্ঠ সম্পাদনা-জন ওটম্যান (বোহেমিয়ান র‌্যাপসডি), শ্রেষ্ঠ ভিজুয়্যাল ইফেক্ট-পল ল্যাম্বার্ট, ইয়ান হান্টার, ত্রিস্তান মাইলস ও জে ডি শোয়্যালম (ফার্স্ট ম্যান), শ্রেষ্ঠ অ্যানিমেশন চলচ্চিত্র-স্পাইডার ম্যান: ইনটু দ্যা স্পাইডার ভার্স, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র-ডমি শি ও বেকি নেইম্যান-কব (বাও)।

শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-গাই নেটিভ ও জেইম রে নিউম্যান (স্কিন), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র-ফ্রি সলো, শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা-জন ওয়ারহার্স্ট ও নিনা হার্টস্টোন (বোহেমিয়ান র‌্যাপসডি), শ্রেষ্ঠ শব্দমিশ্রণ-পল ম্যাসি, টিম ক্যাভাগিন ও জন কাসালি (বোহেমিয়ান র‌্যাপসডি), শ্রেষ্ঠ নির্মান পরিকল্পনা-হান্নাহ বেচলার, জে হার্ট (ব্ল্যাক প্যান্থার), শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা-রুথ ই কার্টার (ব্ল্যাক প্যান্থার) ও শ্রেষ্ঠ রূপসজ্জা ও চুলবিন্যাস- গ্রেগ ক্যানম, কেট বিসকো ও প্যাট্রিসিয়া ডেহানে (ভাইস)।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড ‘কুইন’ ও অ্যাডাম ল্যাম্বার্ট। ‘কুইন’ ব্যান্ডের ওপর নির্মিত ‘বোহেমিয়ান র‌্যাপসডি’ চলচ্চিত্রটি এবছর ৪টি ক্যাটাগরিতে অস্কার জিতেছে। এছাড়া, এবছর অস্কারে শ্রেষ্ঠ মৌলিক গানের পুরষ্কার পাওয়া ‘শ্যালো’ গানটির মনোমুগ্ধকর উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন লেডি গাগা ও ব্র্যাডলি কুপার। ‘আরবিজি’ চলচ্চিত্রের ‘আ’ল ফাইট’ গানটি পরিবেশন করেন জেনিফার হাডসন। উল্লেখ্য, গত তিন দশকের মধ্যে এবারই প্রথম কোন নির্দিষ্ট সঞ্চালক ছিল না অস্কারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া