adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশরে ব্রাদারহুডের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষে নিহত ১৯

image_62385_0কায়রো: মিশরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্রাদারহুড ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকদের ব্যাপক সংঘর্ষে অন্তত ১৯ ব্যক্তি নিহত  হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। শুক্রবার দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় তাদের ওপর হামলা চালায় পুলিশ ও সেনাবাহিনী।

এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। রাজধানী কায়রোর পাশাপাশি আলেকজান্দ্রিয়া, সুয়েজ, ইসমাইলিয়া ও ফাইয়ুম শহরে হতাহতের ঘটনা ঘটে। আসিউত ও সিনাই অঞ্চলেও সংঘর্ষ হয়েছে তবে সেসব এলাকায় কেউ নিহত হয়নি।

শুক্রবারের সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনী অন্তত ১২২ বিক্ষোভকারীকে আটক করে। সামরিক শাসনের অবসান ও নয়া সংবিধানে বিরোধীদলগুলোর মতামতের প্রতিফল ঘটানোর দাবিতে জুমার নামাজের পর সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ পালনের ডাক দেয় মুরসির সমর্থক ও ব্রাদারহুড কর্মীরা।   

২০১২ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরে যে বিক্ষোভ শুরু হয় সম্প্রতি নয়া সংবিধান প্রণয়ন নিয়ে তা আবার চাঙ্গা হয়ে ওঠে। যে দলটি এক বছর আগেও দেশটির ক্ষমতায় ছিল নয়া সংবিধানে তাদের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি।

নতুন সংবিধানে মুসলিম ব্রাদারহুডকে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের শাসনামলের মতো নিষিদ্ধ করা হয়েছে। খুব শিগগিরই এ সংবিধানের ওপর গণভোট হওয়ার কথা রয়েছে।

পাশাপাশি সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি’র বিচার নিয়ে জনগণ ক্ষুব্ধ হয়ে রয়েছে। ২০১১ সালের গোড়ার দিকে মুবারকবিরোধী বিক্ষোভের সময় জেল ভেঙে পালিয়ে যাওয়ার ব্যাপারে মুরসির বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু মুরসির সমর্থকরা বলছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে। তাকে ক্ষমতা ফিরিয়ে দেয়ারও আহ্বান জানায় ব্রাদারহুডর নেতা-কর্মীরা।

মোহামেদ দাহি নামক এক বিক্ষোভকারী বলেন, “আমরা কাউকে ভয় পাই না। আমরা মিশরকে ভালোবাসি, আমরা যা করছি তা মিশরকে ভালোবেসেই করছি। আমরা দ্রুত সামরিক শাসনের অবসান চাই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া