adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসোভোকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শীর্ষে স্পেন

স্পোর্টস ডেস্ক : শক্তির বিচারে অনেকটা পিছিয়ে থাকা কসোভোর বিপক্ষে স্পেন জিতেছে জিতেছে ৩-১ গোলে। এ জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো কোচ লুইস এনরিকে বাহিনী।

গ্রিস আর জর্জিয়ার বিপক্ষে শুরুটা একেবারেই ভালো হয়নি স্প্যানিশদের। একটাতে কোনরকম জয়, আর আরেকটাতে ড্র বেশ চিন্তাতেই ফেলে দিয়েছিলো লুইস এনিরিকেকে। তবে, সেভিয়ার মাঠে তৃতীয় ম্যাচে এসে নিজেদের ছন্দ খুঁজে পেলো স্পেন। দুর্বল কসোভোর বিপক্ষে দলে বেশ কয়েকটা পরিবর্তন আনেন লুই। কিন্তু একেবারে আনকোড়া কাউকে নামিয়ে দেননি এ স্প্যানিশ। বরং বেঞ্চের শক্তিটা পরখ করে নিতে চেয়েছিলেন তিনি। আর সে পরীক্ষাতে বেশ ভালোভাবেই উৎরে গেছেন মাঠে নামারা। আস্থার প্রতিদান দিয়েছেন কোচকে।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফিরল স্পেন। এক ম্যাচ কম খেলা সুইডেন ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। গ্রিসের সঙ্গে ১-১ ড্রয়ে যাত্রা শুরুর পরের রাউন্ডে জর্জিয়ার বিপক্ষে শেষ দিকের গোলে ২-১ ব্যবধানে জয় পায় ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া