adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ৩ ক্রুর শরীরে করোনার লক্ষণ : আইইডিসিআর

ডেস্ক রিপাের্ট : চীন থেকে আসা যাত্রীদের শুধু স্ক্রিনিং করা হচ্ছে, গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সঠিক নয় বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে চীনা রাষ্ট্রদূতের কাছে হয়তো ভুল তথ্য যেতে পারে, তিনি ভুলবশতও এটা বলতে পারেন। এ ব্যাপারে আইইডিসিআরের পক্ষ থেকে তাদের প্রকৃত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, গত ২১ জানুয়ারি থেকে প্রথমে চীন থেকে আসা বিমানগুলোকে স্ক্রিনিং করা হচ্ছিল। যদিও সেখানে কেবল চীনা নাগরিকরাই ছিলেন না, চীন থেকে আসা সবাইকে স্ক্রিনিং করা হয়েছে। পরে ৭ ফেব্রুয়ারি থেকে যখন লোকাল ট্রান্সমিশন পাওয়া গেল তখন বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দরসহ সব যানবাহনের যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে। সেই হিসেবে এ পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি ব্যক্তিকে স্ক্রিনিং করা হয়েছে।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মোংলা বন্দরে একটি জাহাজের তিনজন ক্রুর (নাবিক) শরীরে করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ রয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। ইতোমধ্যে ওই তিন যাত্রীর শরীর থেকে নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। পুরো প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জানা গেছে, ফিলিপাইনের নাগরিক তিন ক্রুর শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে। এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও একজনের অবস্থার অবনতি দেখা যায়। এ অবস্থায় তাদের ওই জাহাজের ভেতরে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে ওই জাহাজটি করোনা ভাইরাস মুক্ত বলে জানিয়েছেন মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন।

ফ্লোরা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য কাজ করা হচ্ছে। শুধুমাত্র দুটি আচরণগত চর্চা ঠিক মতো পালন করলে এই ভাইরাসটি প্রতিরোধ করা যেতে পারে। সেগুলো হচ্ছে- কাশি, শিষ্টাচার ও সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া।

আরও পড়ুন : পাপিয়ার সঙ্গে কখনো দেখাই হয়নি, মান সম্মানটা রাইখেন

আইইডিসিআরের পরিচালক বলেন, ইতালিতে এক বাংলাদেশি নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আক্রান্ত ওই ব্যক্তিকে তার বাসায় কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এ নিয়ে তিন দেশে মোট ৭ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিঙ্গাপুরে ৫, ইতালিতে ১ এবং সংযুক্ত আরব আমিরাতে ১ জন প্রবাসী বাংলাদেশির শরীরে করোনা ভাইরাস খ্যাত ‘কভিড-১৯’ পাওয়া গেছে।

তিনি জানান, সিঙ্গাপুরে যে ৫ জন বাংলাদেশি করোনো ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরও একজন সুস্থ হয়ে বাসায় ফেরার অপেক্ষায় রয়েছেন। আর যিনি আইসিইউতে আছেন তার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

প্রসঙ্গত, চীনের সীমা অতিক্রম করে বিশ্বের প্রায় ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩২৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার মানুষ।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানেও এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় ভারতের পর্যটন রাজ্য সিকিমে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। -অধিকার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া