adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উইকেট চিনতেই ভুল করেছিলেন মুশফিক

mushfiqur-rahim স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রম টেস্ট শেষ। বাংলাদেশ অলআউট ৯০ রানে। দক্ষিণ আফ্রিকার জয় ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। এত বড় কিংবা তার চেয়েও বেশি ব্যবধানে বাংলাদেশের পরাজয় আছে আরও একটি। শ্রীলঙ্কার কাছে ২০০৯ সালে বাংলাদেশ হেরেছিল ৪৬৫ রানে। হারের ব্যবধান নয়, অনেকের কাছেই আলোচনার বিষয় হচ্ছে, টস জিতে কেন ফিল্ডিং নিল বাংলাদেশ! গতকাল ম্যাচ শেষে ক্রিকইনফোর কমেন্টেটর স্কোরকার্ডে কমেন্ট্রি সেকশনে লিখলেন, ‘এখনও অবাক মনে হচ্ছে বিষয়টা যে, কেন টস জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ?’
অবাক সবাই হয়েছে। যে উইকেটে পুরোপুরি ব্যাটিং নির্ভর, সেখানে কোনো বোকাও টস জিতে ফিল্ডিং নেবে না। টস জিতে চোখ বন্ধ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার কথা, অথচ বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম কি না নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার হাতে তলোয়ারটা তুলে দিয়ে যেন নিজেই বললেন, ‘নাও এবার আমাদের মাথা কাটো।’
মুশফিকের সিদ্ধান্তটা রহস্যে ঘেরা ছিল গত পাঁচদিন। কেউ বুঝে উঠতে পারছিলেন না, কেন বাংলাদেশ অধিনায়ক অর্বাচিনের মত এই সিদ্ধান্ত নিলেন? ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিককে পেয়ে ঠিক সে প্রশ্নটাই করলেন সঞ্চালক। বাংলাদেশ অধিনায়ককে জিজ্ঞাসা করলেন, ‘টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তটা যে ভুল ছিল সেটা কী এখন বুঝতে পারছেন?’ মাথা নিচু করা মুশফিকের জবাব, সম্ভবত (ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নেয়ার ভুলটা বুঝতে পেরেই)।’

এরপর প্রশ্ন, কেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত? মুশফিক যে জবাব দিলেন, তাতেই বোঝা গেলো, তিনি সেনউইজ পার্ক স্টেডিয়ামের উইকেটটাই চিনতে পারেননি। সেটা অকপটেই স্বীকার করে নিলেন। মুশফিক বললেন, ‘সত্যি বলতে, আমি জানতাম না, উইকেট এতটা ফ্ল্যাট। আমি মনে করেছিলাম, প্রথম ইনিংসে সম্ভবত ব্যাট করতে গেলে বড় স্কোর গড়া যাবে না। এই মনে করাটাই আমাদের মূল্য দিতে হলো।’
অথচ ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে মুশফিক নিজেই বলেছিলেন, ‘উইকেট শুকনো, ফ্ল্যাট। পুরোপুরি ব্যাটিং উইকেট।’ সেই তিনিই ম্যাচের দিন সকালে উইকেট দেখে নিজের চিন্তা বাদ দিয়ে দিলেন। সকালের হালকা আদ্রতা, উইকেটে শিশির থাকা কিংবা সুইং করানোর মত বাতাস থাকার কারণে প্রোটিয়া বোলারদের সামনে প্রথমে ব্যাট করার সাহসই করলেন না মুশফিক।
ঘরের মাঠে এত ভালো করার পরও বিদেশের মাটিতে গিয়ে এভাবে ভীত থাকা, সিদ্ধান্ত হীনতায় ভোগা কিংবা সাহস করে কোনো সিদ্ধান্ত নিতে পারাটা আর কতদিন ভোগাবে বাংলাদেশকে? সময় যে এখন বাংলাদেশের বুক চিতিয়ে দাঁড়ানোর, তখন কি না ধুরু ধুরু বুক নিয়ে নামতে হচ্ছে টেস্ট খেলতে!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া