adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলির ডাবল সেঞ্চুরি

KOHLIক্রীড়া প্রতিবেদক : দ্বিতীয় দিন শুক্রবারও বাংলাদেশী বোলারদের ওপর আধিপত্য ধরে রেখেছেন স্বাগতিক ভারতের ব্যাটসম্যানরা।

হায়দরাবাদে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ভারত করেছিল ৩ উইকেটে ৩৫৬ রান। ১১১ রানে অধিনায়ক বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে ৪৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন বিরাট কোহলি তার রানকে দেড়শ'তে পরিণত করে ব্যাট করছেন। আর ৮২ রান করা অজিঙ্কা রাহানে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। শট কাভারে মিরাজের দুর্দান্ত ক্যাচে ভাঙে কোহলি-রাহানের ২২২ রানের জুটি।

প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৯৩/৪। বিরাট কোহলি ২০৩ এবং ঋদ্ধিমান শাহ ৮ রানে ব্যাট করছেন।

দেড়শ' রানের পথে কোহলি আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। ঘরের মাঠে তিনিই এখন সর্বোচ্চ রানের মালিক। এর আগে এই রেকর্ড ছিল আরেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেহবাগের।

শেহবাগ ১৭ ইনিংসে প্রায় ৭০ গড়ে করেছিলেন ১১০৫ রান, যার মধ্যে চারটি শতক ও তিনটি অর্ধশতক ছিল। কোহলি তার চেয়ে দুই ইনিংস কম খেলে এখন পর্যন্ত করেছেন প্রায় ৯৫ গড়ে ১১৩৫ রান। তিনি চারটি শতক করলেও অর্ধশতক রয়েছে দুটি।

টাইগার বোলারদের মধ্যে প্রথম দিনে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া