adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী’র ইন্তেকাল

image_55250_0ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রধান উপদেষ্টা কবি সাইফুল বারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।



বুধবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।



সাইফুল বারী ১৯৩৬ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবদুল বারী দু’দফায় বগুড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন।



তার কর্মজীবন শুরু হয় ১৯৫৭ সালে অ্যাসোসিয়েট প্রেসে যোগ দেয়ার মধ্য দিয়ে।

এরপর ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ পর্যন্ত রেডিও পাকিস্তানে কাজ করেন তিনি। পর্যায়ক্রমে বাংলাদেশ বেতার, জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, রাষ্ট্রপতির প্রেসসচিব, সংস্থাপন মন্ত্রনালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।



দেশী বিদেশী বহু সংবাদ মাধ্যমে কাজ করার পর ২০০১ সালে এটিএন বাংলার প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন সাইফুল বারী। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন তিনি।



বুধবার বাদ জোহর রমনা থানা মসজিদে, বেলা আড়াইটায় বাংলাদেশ টেলিভিশনে এবং বিকেল তিনটায় কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে তার তিনটি জানাজা অনুষ্ঠিত হবে।



সাইফুল বারীর মৃত্যুতে এটিএন পরিবার ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া