adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে ফিরে জামিন পেলেন ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক : গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে রাজধানীর কদমতলী থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামির দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর রাজের আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
১৪ সেপ্টেম্বর এই মামলায় মির্জা ফখরুলসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় সেদিন আদালতে হাজির হতে পারেননি বিএনপির সিনিয়র এই নেতা। বুধবার দুপুরে দেশে ফিরে তিনি সরাসরি আদালতে যান। জামিন লাভের পর ফখরুল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মাকে দেখতে যান।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বের অবরোধ কর্মসূচিতে রাজধানীর পোস্তখোলার ইগল বক্স ফ্যাক্টরির সামনে আসামিরা টায়ার জ্বালিয়ে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িতে আগুন দেয় এবং পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা একটি তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উস্তানিমূলক বক্তব্য ও প্ররোচনার জন্যই আসামিরা রাস্তায় বেআইনিভাবে একত্রিত হয়ে ওইসব অপকর্ম করে। ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিনসহ ৭৭ জনকে আসামি করে এসআই আবু আজিফ মামলাটি দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ খান গত ১৬ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিনসহ ৬১ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আভিযোগপত্র দাখিল করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া