adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যারিস্টার তুরিন আফরোজ বললেন- টাকায় বিক্রি হয় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট

turinনিজস্ব প্রতিবেদক : টাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয় বলে মন্তব্য করেছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।  
  
তিনি বলেন, টাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয়। নতুন প্রজন্মকেও (এর বিরুদ্ধে) যুদ্ধ করতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।   
  
৩ মার্চ শুক্রবার সকালে বরিশালের অশ্বিনী কুমার হলে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের কর্মী সম্মিলনীতে প্রধান বক্তার আলোচনায় তিনি এ কথা বলেন।  
  
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুরিন আফরোজ বলেন, প্রতিটি জেলায় রাজাকার রয়েছে। তাদের নামের তালিকা টানিয়ে দেয়া হোক। আর এ কার্যক্রম বরিশাল থেকেই শুরু হোক।  
  
তিনি বলেন, ইসলাম শিখিয়েছে ধর্মনিরপক্ষতা। কিন্তু হেফাজতের শফি হুজুরের মত 'মোল্লারা’ উল্টা ব্যাখ্যা দিচ্ছেন। এ বিষয়েও যুব সমাজকে সোচ্চার হতে হবে।  
  
সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া