adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৯৬২ সালের গাড়ি ৫৭২ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৬২ সালে নির্মিত ‘ফেরারি ২৫০ জিটিও’ মডেলের একটি গাড়ি নিলামে পাঁচ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ডলার বা প্রায় ৫৭২ কোটি টাকায় বিক্রি হয়েছে। নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এটি।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল ১৩ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ‘ফেরারি ২৫০ জিটিও’ মডেলের এই গাড়িটি পাঁচ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ডলারে বিক্রি হয়েছে। তবে গাড়িটি যে কিনেছেন তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ইতালির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি ২৫০ জিটিও মডেলের মাত্র ৩৬টি গাড়ি তৈরি করেছিল। নিলামে বিক্রি হওয়া গাড়িটি তার মধ্যে একটি। গাড়িটি প্রথমে রেসিংয়ের জন্য তৈরি করা হয়। পরে রাস্তায় চলার উপযোগী করে যুক্তরাষ্ট্রেরই একজনের কাছে বিক্রি করা হয়। এরপর আরও কয়েকবার গাড়িটির মালিকানা পরিবর্তিত হয়েছিল।

১৯৬০ এর দশকে ফেরারি ২৫০ জিটিও এবং ফোর্ডের জিটি৪০ মডেলের গাড়ির মধ্যে প্রতিযোগিতা কিংবদন্তির রূপ ধারণ করে।এছাড়াও হলিউডের জনপ্রিয় ‘ফেরিস বিউলারস ডে অফ’ মুভিতেও ২৫০ জিটিও মডেলের গাড়ি দেখানো হয়েছিল। এসব কারণে ফেরারি ২৫০ জিটিও মডেলের গাড়ির এত চাহিদা।

গতবছর ১৯৫৫ সালে তৈরি মার্সিডিজের ‘৩০০ এসএলআর উলেনহাউট কুপে’ মডেলের একটি গাড়ি নিলামে এক হাজার ৫৯৩ কোটি টাকায় বিক্রি হয়। এটিই এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি গাড়ি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া