adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধারা ভাষ্যকার ইয়ান বিশপের দৃস্টিতে নিরাপত্তার কোন ঘাটতি নেই

Ian Bisopজহির ভূইয়া
শেষ হল অনু-১৯ বিশ্বকাপের ১১তম আসর। ১৬ দেশের অংশ গ্রহনে ৪৮টি ম্যাচ সম্পন্ন করেছে আয়োজক বাংলাদেশ। ৫টি ভেন্যুতে আয়োজিত ৪৮টি ম্যাচের আগে আসর নিয়ে আইসিসি বহু দরবার করেছে নিরাপত্তা নিয়ে। যে কারনে অস্ট্রেলিয়া অনু-১৯ বিশ্বকাপের মতো আসর বয়কট করেছে। এই অস্ট্রেলিয়া গত বছর সিরিজ বাতিল করেছে। কারন একটাই “নিরাপত্তা”। অনু-১৯ বিশ্বকাপের সফল সমাপ্তির পর তাই প্রশ্ন উঠেছে কেমন ছিল স্বাগতিক বাংলাদেশের নিরাপত্তার আয়োজন। আদতেই এদেশে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার মতো কিছু আছে?

প্র্রশ্নটি করা হয় পুরো টুর্নামেন্টে ধারা ভাষ্য দেয়া এক সময়ের ওয়েস্ট ইন্ডিজের বিখ্যঠু ক্রিকেটার ইয়ান বিশপের কাছে। ফাইনাল শেষে তিনি স্বাভাবিক ভাবেই নিজ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে ড্রেসিং রুমে গিয়েছে। ফেরার পথে মিডিয়া ভবনে নিচে সাংবাদিকদের কথা হয় ইয়ান বিশপের সঙ্গে। তিনি বলেন,“বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলার কি আছে? বুঝতে পারছি না। আমি পুরো টুর্নামেন্ট কাভার করলাম। কোন সমস্যা তো দেখলাম না।
আর এখানকার অতিথি আপায়ন তো বহু আগে থেকেই বিখ্যাত। সে দেশে নিরাপত্তার ঘাটতি থাকার কি কোন সুযোগ আছে! এছাড়া বিসিসি থেকে প্রতিটি বিভাগেই আমরা শতভাগ সাপোর্ট পেয়েছি।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া