adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন ফেদেরার-সেরেনা

federer-1-thereport24স্পোর্টস ডেস্ক : সিনসিনাটি টেনিস মাস্টার্সের পুরুষ বিভাগের শিরোপা জিতেছেন সুইস তারকা রজার ফেদেরার। প্রতিযোগিতার ফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান নাম্বার ওয়ান নোভাক জকোভিচকে হারিয়েছেন ১৭টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।
চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ক্যারিয়ারে সিনসিনাটি মাস্টার্সের সপ্তম ট্রফি ঘরে তুলেছেন রজার ফেদেরার। কোর্টের যুদ্ধে ৩৪ বছর বয়সী ফেদেরার ৭-৬ (৭/১), ৬-৩ গেমে পরাজিত করেছেন জকোভিচকে। জয় পাওয়ায় খুশি ফেদেরার। বলেছেন, ‘দারুণ একটি ম্যাচ হয়েছে। বিশ্বাস করুন জিততে পারব, এটা প্রত্যাশা করিনি। তবে এটা জানতাম সুযোগ আছে, ওটাই আমাকে ট্রফি জিততে অনুপ্রেরণা দিয়েছে।’
এদিকে নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের
Tennis SERANAবর্তমান এক নাম্বার ফাইনালে হারিয়েছেন সিমোনা হালেপকে। এর মাধ্যমে কারিয়ারে ৬৯টি ডব্লউটিএ টাইটেল জিতেছেন সেরেনা। আর সব মিলে সিনাসিনাটির শিরোপা জিতেছেন ২টি।
৩৩ বছর বয়সী সেরেনার বিপক্ষে সুবিধা করতে পারেননি হালেপ। কোর্টের লড়াইয়ে মার্কিন কৃষ্ণকলি ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে জিতেছেন হালেপের বিপক্ষে। এ বছরটি দারুণ কাটাচ্ছেন সেরেনা। ৫টি ফাইনাল খেলে সবকয়টিতে জয় তুলে নিয়েছেন তিনি। জিতেছেন ৩টি গ্ল্যান্ড স্ল্যাম, মিয়ামি টাইটেল আর এখন চ্যাম্পিয়ন হয়েছেন সিনসিনাটিতে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া