adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

bulu_40974_1488437437নিজস্ব প্রতিবেদক : পল্টন থানায় দায়ের নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

একই সঙ্গে আদালত পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৩৫ আসামির বিরুদ্ধে আগামী ৫ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসাইন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫ সালে পল্টন থানায় করা এই মামলায় মোট আসামি ৪৭ জন। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। বাকি ৩৫ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এ মামলার অন্যতম আসামিরা হলেন- বরকতউল্লাহ বুলু, সেলিমা রহমান, মারুফ কামাল খান, আজিজুল বারী হেলাল, মীর শরাফত আলী শপু, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাসসহ ৪৭ জন।

২ মার্চ বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালতে বিএনপি নেতা এমকে আনোয়ার, রিজভী আহমেদ, আমানউল্লাহ আমান ও শওকত মাহমুদসহ ১৩ জন হাজির ছিলেন। তারা এ মামলায় জামিনে রয়েছেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালীন পুরানা পল্টন এলাকায় রোকেয়া ম্যানশনের সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয় দেয়ার ঘটনায় ৪৭ জনসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে পুলিশ।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া