adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগান ক্রিকেট বোর্ডের আর্জি, আমাদের একঘরে করে দেবেন না, আমরা খেলতে চাই

স্পাের্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকে আর্জি জানালেন আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) হামিদ সিনওয়ারি। তালিবানি আগ্রাসনে মেয়েদের যাবতীয় অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমনকি, ক্রিকেট খেলার ব্যাপারেও মেয়েদের উপর জারি করা হয়েছে ফতোয়া। যার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট বাতিল করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

হামিদ এক বিবৃতিতে বলেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং তীব্র হতাশারও। সত্যি বলতে কী, একেবারে অপ্রত্যাশিত ব্যাপার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই টেস্টটা আমাদের কাছে ইতিহাসের অংশ হতে পারতো। কিন্তু সেটা সম্ভব হল না।

আফগানিস্তানে তালিবানি ক্ষমতা প্রতিষ্ঠা হওয়ার পরই পুরো ছবিটা পাল্টে গিয়েছে সারা দেশের। ফুটবল, ক্রিকেট থেকে অন্যান্য খেলার অধিকারও মেয়েদের কাছ থেকে কেড়ে নেওয়ার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। যার জেরেই এমন সিদ্ধান্ত। হামিদের আর্জি, ‘অস্ট্রেলিয়া ও সারা ক্রিকেট বিশ্বের কাছে আমাদের আবেদন, দয়া করে দরজা বন্ধ করবেন না। একা করে দেবেন না আফগানিস্তানকে। আমাদের এড়িয়ে যাবেন না।

হামিদের মতো অনেকেই অস্ট্রেলিয়ার কাছে আর্জি জানালেও তারা তাদের অবস্থান থেকে সরতে নারাজ। হামিদ যে কারণে বলছেন, মিডিয়াতে মেয়েদের ক্রিকেট নিয়ে যা বলা হয়েছে, তা খোদ আফগানরাই বিশ্বাস করে না। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাই বিশ্বাস করে। কিন্তু এই পরিস্থিতিতে আর টেস্ট ম্যাচ আয়োজন করা যে সম্ভব নয়, সেটা খুব ভালো করেই জানি। তবু আমাদের আর্জ যেন রাখা হয়। – এবিসি ওয়েবসাইট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া