adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গিবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার

abul-hasan_102433নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে।

মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ইতোমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ভূ-খণ্ডকে যাতে কেউ সন্ত্রাস বা জঙ্গিবাদ সম্পর্কিত কোন কর্মকাণ্ডে ব্যবহার করতে না পারে এবং এ ধরনের কার্যকলাপে কোন দেশ বা সংগঠন যাতে আর্থিক সহযোগিতা না করে সে ব্যাপারে সরকার সবসময়ই বদ্ধপরিকর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমন এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধে মুসলিম দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বি-পক্ষীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বে ৩৪টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদবিরোধী কেন্দ্রে বাংলাদেশ যোগ দিয়েছে। এসব উদ্যোগে সম্পৃক্ত থাকার পাশাপাশি সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯; মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২; পারস্পরিক সহায়তা আইন ২০১২সহ বেশ কয়েকটি শক্তিশালী আইন প্রণয়ন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শুধু মুসলিম সম্প্রদায় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের যেকোন শুভ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার ক্ষেত্রে সরকার সচেষ্ট থাকবে।

সরকারি দলের সদস্য সেলিনা বেগমের অপর এক প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবেলায় দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সরকার সচেষ্ট রয়েছে। একই সঙ্গে এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখতেও নানা উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের সীমান্তকে শান্তির সীমান্তে পরিণত করাও পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া