adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : সিরিজ জয়ের সুন্দর এক চিত্রনাট্য লিখলেন দুই তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম আর রিশাদ হোসেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে তামিম তো একাদশেই ছিলেন না। অথচ তিনিই হয়ে গেলেন নায়ক। কনকাশন বদলি নেমে দারুণ সুযোগ কাজে লাগালেন তো বটেই। নাটকীয়তা এখানে থামলে কথা ছিলো। কিন্তু তামিমকে ছাপিয়ে শেষ বিকেলে বড় নায়ক বনে গেলেন রিশাদ হোসেন। প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না এই ব্যাটারও। কী আশ্চর্য, যেখানে দলের নামী-দামী ক্রিকেটাররা ব্যর্থ, সেখানে দুই তরুণ বিজয়কেতন ওড়ালেন। তাদের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো শ্রীলঙ্কা। ৪ উইকেটে জয় নিয়ে ২-১এ সিরিজ জিতলো বাংলাদেশ।

দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে লাল-সবুজ দলের এটি দ্বিতীয় জয়। এর আগে ২০২১ সালে মিরপুর মাঠে লঙ্কানদের বিরুদ্ধে ২-১ এ সিরিজ জিতেছিলো টাইগাররা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার রিশাদ হোসেন যখন ক্রিজে গেলেন, তখন ৮৩ বলে ৫৮ রান দরকার ছিলো বাংলাদেশের। হাতে মাত্র ৪ উইকেট থাকায় কিছুটা চাপে ছিল টাইগাররা। তবে সেই চাপ এক ফুঁৎকারে উড়িয়ে ব্যাট হাতে রিশাদ আবির্ভূত হন রুদ্রমূর্তিতে।

পাল্টা আক্রমণে চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে স্রেফ ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাট থেকে আসে ৫ চার ও ৪ ছক্কা। এতে ২৩৬ রান তাড়ায় ৫৮ বল হাতে রেখেই শেষ হাসি হাসে স্বাগতিকরা। ঝড়ো ব্যাটিংয়ের আগে বল হাতে ১ উইকেট নেন রিশাদ। সব মিলিয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।

খ্যাপাটে রিশাদের আগে ৮১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিম। এছাড়া, মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৩৬ বলে ৩৭ রানে। রিশাদের সঙ্গে তার ২৫ বলের অবিচ্ছিন্ন বিধ্বংসী জুটিতে আসে ৫৯ রান। বলা বাহুল্য, সেখানে সিংহভাগই রিশাদের অবদান।

লঙ্কানদের হয়ে ৪৮ রানে ৪ উইকেট নেন লাহিরু কুমারা। রিশাদের তা-ব হজম করা ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ উইকেট নিতে খরচ করেন ৬৪ রান।

সোমবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেন লিয়ানাগে। বাংলাদেশের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। জবাবে খেলতে নেমে ৪০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া