adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জিততে এখন দেড়শভাগ দিতে হবে’

SOUMMOস্পাের্টস ডেস্ক : গল, শ্রীলঙ্কা থেকে: শুরুর ছন্দ উবে গেছে তৃতীয় দিনের সকালে। এই অবস্থা থেকে ম্যাচ জিততে হলে সামর্থ্যের দেড়শভাগ ঢেলে দিতে হবে বলে মনে করছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার।

দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে বাজে ব্যাটিংয়ের দায় নিয়ে সৌম্য বলেন, ‘ব্যাটিং যেহেতু আমরাই করেছি, দায় তাই আমাদেরই নিতে হবে। যেভাবে শুরু করেছিলাম, তার থেকে এখন বেশি দিতে হবে। আগে শতভাগ দিলে এখন দেড়শভাগ দিতে হবে।’

বাংলাদেশ এদিন ৩১২ রানে গুটিয়ে গেছে। লঙ্কানদের থেকে এখনো সফরকারীরা ১৮২ রানে পিছিয়ে। সৌম্যরা দিনের প্রথম সেশনের ২৫ ওভারে চারজনকে হারান। রান আসে ৮০। এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে যেয়ে তিনি বলেন, ‘সবাই আসলে চেষ্টা করে বেস্টটা দেয়ার। যে যতটুকু পারছে দিয়েছে। যেমন সাকিব ভাই আনলাকি আউট হয়ে গেছেন।’

‘শুরুতে আমার মিসটেকটা এবং ছোটোখাটো ভুলগুলো না হলে দিনশেষে আমরা ভালো অবস্থানে থাকতাম।’ আক্ষেপও ঝরল এই তরুণ ওপেনারের কণ্ঠে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া