adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মওদুদ আহমেদ বললেন- একদলীয় নির্বাচন করতে দেয়া হবে না

MOUDUDডেস্ক রিপাের্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আগামীতে একদলীয়ভাবে নির্বাচন করতে দেয়া হবে না। সে নির্বাচন হবে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি সহায়ক সরকারের অধীনে। যে নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

তিনি শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও ৯টি অঙ্গ সংঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সাবেক সাংসদ বেগম হাছনা জসীম উদ্দীন মওদুদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহছান উল্লাহ মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন প্রমুখ।

মওদুদ আহমেদ আরও বলেন, ‘আমরা জানি বর্তমান সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে কেন নির্বাচন চায় না। কারণ তারা জানে নির্বাচনে তাদের ভরাডুবি হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করতে পারবে না। সে কারণে তারা বিএনপির দাবি মেনে নিতে চায় না। কিন্তু আমরা চেষ্টা করব, সমঝোতার মাধ্যমে, সংলাপের মাধ্যমে এমন একটি ব্যবস্থা সৃষ্টি করা যাতে বাংলাদেশে আগামী নির্বাচনে সকল মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এ পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে। এ সরকারের ৮বছর হয়ে গেছে, এই সময়ে আমাদের ওপর যে অত্যাচার-নির্যাতন করা হয়েছে, দেশের মানুষের ওপর যে জুলুম করা হয়েছে তার প্রতিকার করা হবে ইনশাল্লাহ।’

নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘটন করেছে সরকার। নির্বাচন কমিশন যতই শক্তিশালী করেন না কেন, কোন দলীয় সরকার যদি ক্ষমতায় থাকে সে নির্বাচন কমিশন কোন দিনই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। তার প্রমাণ আমাদের দেশে রয়েছে। ১৯৭১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যখনই দলীয় সরকারের অধিনে নির্বাচন হয়েছে তখনই নির্বাচন কমিশন নিস্ক্রিয় হয়ে যায়। ২০১৪ সালের নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে হয়নি। তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ওই নির্বাচনটি ছিল ভোট বিহীন নির্বাচন। নির্বাচনমানেই হলো প্রতিদ্বন্দ্বিতা-প্রতিযোগিতা। যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা-প্রতিযোগতা হয় নাই ওটাতো নির্বাচন হতে পারে না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া