adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২ কানাডীয় যাত্রীর কথা নিখোঁজ বিমানের

আন্তর্জাতিক ডেস্ক :মার্চের প্রথম সপ্তাহেও অবকাশ কাটিয়েছেন তারা, মুকতেশ ব্যানার্জি ও জিয়াওমো বাই। ভিয়েতনামের একটি রিসোর্টে তোলা আবেগঘন মুহূর্তের একটি ছবি এখনো রয়েছে তাদের ফেসবুকের পাতায়। তাদের সেই ছবিতেই বোধ হয় জীবনের শেষ দৃশ্যমান চিত্রটা স্থির হয়ে গেল, হয়ে গেলেন খবরের শিরোনাম। নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশীয় উড়োজাহাজটির ২৩৯ আরোহীর মধ্যে তাঁরাও যাত্রী ছিলেন। ৪২ বছরের মুকতেশ এবং ৩৭ বছরের জিয়াওমো- দুজনেই কানাডীয় নাগরিক। নিখোঁজ হওয়া ফাইটটির ২২৭ যাত্রীর তালিকায় তাদেরও নাম ছিল। নামদুটি কুয়ালালামপুরের কানাডীয় হাই কমিশনের কাছে পাঠানো হলে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। মুকতেশ আর তার স্ত্রী জিয়াওমো কানাডার নাগরিক হলেও তাদের বসবাস ছিলো বেইজিংয়ে। ২০১২ সালের মে মাসে চীনের এক্সকোল এনার্জি অ্যান্ড রিসোর্সের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেন মুকতেশ। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট মুকতেশ নয় বছর কানাডার মন্ট্রিয়লের বাস করেছেন। ২০০২ সালে অফিস ট্যুরে বেইজিং গিয়ে পরিচয় হয় জিয়াওমোর সঙ্গে। ওই বছরই তারা বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা হয় মন্ট্রিয়লের রিটজ কার্লটন  হোটেলে। ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে চাকরি নিয়ে সস্ত্রীক চলে যান শিকাগোতে। এর পর নতুন দায়িত্ব নিয়ে বেইজিং আসেন। এই দম্পতির রয়েছে ছোট্ট দুটি সন্তান থাকলেও এই ভ্রমনের তারা সঙ্গে ছিলো না। শিশুদুটি বেইজিংয়ে কার সঙ্গে কীভাবে আছে তা এখনো এয়ারলাইন্স কর্তৃপ বা কানাডীয় হাই কমিশন জানতে পারেনি। এয়ারলাইন্স কর্তৃপ জানিয়েছে, তারা মুকতেশের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। মুকতেশের টুইটার পাতায় সর্বশেষ স্ট্যাটাসে লেখা আছে, বেইজিংয়ের জীবনে অভ্যস্ত হয়ে ওঠার  চেষ্টার কথা জানান দেওয়া আছে।মুকতেশ- জিয়াওমোর জীবন নিয়ে থিতু হওয়ার  সেই চেষ্টা কি মহাশূন্যেই থিতু হয়ে গেলো?

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া